রণবীর – আলিয়ার প্রতিবেশী হতে চলেছেন রাহুল – আথিয়া! সাধের সেই অ্যাপার্টমেন্ট কি তবে সুনীল শেট্টির হবু জামাইকে উপহার

দীর্ঘদিন ধরেই কে এল রাহুলের সাথে আথিয়া শেট্টির প্রেমের খবর আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। এখন তো এই কাপল আবার একেবারে সব রাখঢাক ছেড়ে একসাথে ফটোও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তবে প্রেমের গুঞ্জন তো রয়েছেই তার সাথে সাথে এই জুটির রসায়নে এবার নতুন করে যোগ হয়েছে বিয়ের গুঞ্জন। শোনা গিয়েছে, এই বছরেই নাকি বিয়ের সানাই বাজলো বলে। টাইমস্ অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিয়ের আগে থেকেই এই জুটি ভবিষ্যতের নানা প্ল্যানিং ইতিমধ্যেই সেরে রাখছেন। মুম্বাইয়ের পালি হিল অঞ্চলে নাকি একসাথে সংসার পাতার জন্য ইতিমধ্যেই ঘর কিনে ফেলেছেন। হবু দম্পতির নামে হাইরাইজের সম্পূর্ণ একটি তলা নাকি বুকড রাখা হয়েছে তাঁদের নামে।
তবে প্রশ্ন উঠেছে বিয়ের আগে এই অ্যাপার্টমেন্ট কি হবু জামাইকে উপহার স্বরূপ দিলেন সুনীল শেট্টি? সেই কথাই এতদিন শোনা গিয়েছিলো। যে মেয়ে আর হবু জামাইকে ভালোবেসে বিয়ের উপহার হিসেবে বাড়ি দিয়েছেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, রাহুল নাকি নিজের টাকাতেই ওই ফ্ল্যাট কিনেছেন। মোটেই শ্বশুরের উপহার নয় ওই বাড়ি। তবে এখনও বাড়ি কাজ অসম্পূর্ণ থাকার জন্য ভাড়া বাড়িতেই থাকবেন রাহুল একা।অন্যদিকে আথিয়া তার পরিবারের সাথে থাকবে। পেশার দিক দিয়ে আথিয়ার মা মানা শেট্টি একজন ইন্টেরিয়র ডিজাইনার। সূত্র মারফত আবার জানা গিয়েছে, জামাইয়ের ফ্ল্যাটের ডিজাইন তিনিই করবেন।
তবে সবথেকে বড়ো চমক তো রয়েছে অন্য জায়গায়। যা শুনলে অবাক হবেন অনুরাগীরা। রাহুল – আথিয়া থাকবেন সেই অ্যাপার্টমেন্টের নাম হলো সাধু প্যালেস। তারপরেই নাকি রয়েছে সদ্য বিবাহিত বলিউডের আর এক দম্পতি রণবীর আলিয়ার সাধের বাড়ি , বাস্তু। অর্থাৎ এর থেকে একথা স্পষ্টই যে ভবিষ্যতে রাহুল আথিয়া রণবীর আলিয়ার প্রতিবেশী হতে চলেছেন।
তবে এই জুটি দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্কের কথা সবার সামনে নিয়ে আসেনি। দীর্ঘ তিন বছর সম্পর্কে থাকলেও মুখে কুলুপ এঁটেছিল এই কাপল। এই বছরের আথিয়ার জন্মদিনের দিনে সবার কাছে আসল ব্যাপার খোলসা করেছেন রাহুল। আথিয়া যে তাঁর জীবন সঙ্গিনী হতে চলেছেন সেকথা স্পষ্ট করেছেন। তারপর থেকে বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। চলতি বছরে শীতকালে গাঁটছড়া বাঁধতে পারে এই কাপল বলে শোনা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই খবর সম্পর্কে কোনো মুখ খোলেননি এই জুটি।