বিনোদন

‘‘আমি ‘রাধা’ ‘মীরা’ গেয়েছি আর আমি ‘মওলা’ও গাইবো।’’- ঈদ উপলক্ষ্যে গান গাওয়া নিয়ে ট্রোলিংয়ের শিকার হলেন রাহুল দত্ত, দেওয়া হলো প্রাণ নাশের হুমকি!

জি বাংলার বিখ্যাত গানের শো সারেগামাপা তে গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন গায়ক রাহুল দত্ত। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। একের পর গান বিভিন্ন উৎসব উপলক্ষ্যে তিনি উপহার দিয়েছেন তাঁর ভক্তদের। দর্শকরা রাহুলের গান খুব পছন্দ করেন। কখনও একা আবার কখনো সাথে অন্য কাউকে নিয়ে ডুয়েট গেয়েও তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। বেশ কয়েকটি হিট গানের গায়ক রাহুল। তবে হঠাৎ তিনি বিতর্কে কেনো জড়ালেন? এটাই এখন প্রশ্ন। আসন্ন ঈদ, সেই উপলক্ষ্যে একটি গান গেয়েছেন রাহুল দত্ত , আর সেই গান গাওয়াকে ঘিরেই যত বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন: দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে হয় – এই নিয়ে এবার কথা বলতে দেখা গেলো অভিনেত্রী নুসরতকে

রাহুল দত্ত রবিবার নিজের আক্যাউন্ট থেকে তাঁর নিজের গাওয়া ঈদ উপলক্ষ্যে গান ‘ মওলা ‘ গানের একটি ভিডিও শেয়ার করেছেন। সেইসঙ্গে গানটি আজ ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে গানের সম্পূর্ণ ভিডিও মুক্তির আগেই শুরু হয়ে গিয়েছে সাম্প্রদায়িক বিতর্ক গান নিয়ে। একাধিক জায়গা থেকে হুমকি আসতে শুরু করেছেন রাহুল দত্তের কাছে। রীতিমতো ধর্ম নিয়ে শুরু হয়েছে টানাটানি। বিতর্কের মুলে কেবল একটি গান। কটাক্ষের শিকার হতে হয়েছে যে গান নিয়ে।

রাহুল সেইসব কমেন্টের কিছু স্ক্রিনশট ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছেন। যেখানে বহুজন দাবি করেছেন, মুসলিম ধর্মের গান গাওয়ার অর্থই নাকি নিজের ধর্মকে অসম্মান করা। আবার এমন প্রশ্নও তোলা হয়েছে, তিনি নিজের ধর্মের দুর্গাপুজোর সময় কোনো গান বের করেন না! আনসাবস্ক্রাইব করে দেওয়ার হুমকি এসেছে একাধিক জনের থেকে। সেই কমেন্টের উত্তরে আবার লিখেছেন তিনি, দয়া করে আনসাবস্ক্রাইব করে দিন। মিউজিকের কোনও ধর্ম হয় না। আর আমি মিউজিসিয়ান।’ রাহুল নিজের গান গাওয়া নিয়ে আরও সংযোজন করেছেন,”আমি ‘রাধা’ ‘মীরা’ গেয়েছি আর আমি মওলা ও গাইবো। ”

আরও পড়ুন: গরমের মধ্যে লস্যিতে চুমুক দিয়ে তৃপ্তির পোস্ট অভিনেত্রী কোয়েল মল্লিকের, লাইক কমেন্ট করে ভরিয়ে দিলেন অনুরাগীরা

তবে গায়কের এই পোস্টের ভিত্তিতে অনুরাগীরা বেশিরভাগ ক্ষেত্রে সমর্থন করেছেন। গানের মধ্যে ও ধর্ম, মানসিকতা কতটা নিম্ন মানের , এই কমেন্ট করেছেন একজন অনুরাগী। এরা মানসিক প্রতিবন্ধী। মেলা কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু পাবলিক প্লেস তাই বললাম না। দাদা তুমি চালিয়ে যাও। চলার পথে এই প্রতিবন্ধীগুলোই তোমার বিনোদন।’, মন্তব্য করেছেন আরেকজন নেটিজেন। রাধা’, ‘চলে আয় আমার শহর’, ‘মীরা’, ‘এস বন্ধু’, ‘মাঝে মাঝে তবো’, ‘তবু ফিরে এস’ এইসমস্ত গানের মাধ্যমে গায়ক রাহুল দত্তের অনুরাগীর সংখ্যা প্রচুর।

Related Articles

Back to top button