বিনোদন

এই বয়সেই সাধারণ বাচ্চাদের থেকে অনেক স্মার্ট রাজ-শুভশ্রী পুত্র ইউভান! নতুন হেয়ার স্টাইলে সোশ্যাল মিডিয়ায় ধরা দিল রাজ-শুভশ্রী পুত্র ইউভান চক্রবর্তী, ছবি পোস্ট হতেই নিমেষে ভাইরাল

ছোট থেকেই সে হিরো। সকলের নয়নের মনি। শুধুমাত্র মা, মাসি, পিসি, বাবা এদের কাছে নয় নেটিজেনদে কাছেও সে ভীষণ আদরের ভীষণ প্রিয় একজন। আশাকরি আন্দাজ করতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, রাজ-শুভশ্রীর পুত্র ইউভান চক্রবর্তীর কথাই বলা হচ্ছে এখানে। ছোট থেকেই স্টার কিড হিসেবে তার জনপ্রিয়তা তুঙ্গে। তার বিভিন্ন ছবি, কর্মকাণ্ডের ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী, ডিরেক্টর মা-বাবার তুলনায় তাঁর জনপ্রিয়তাই যেন বেশি।

সম্প্রতি শুভশ্রী নিজের instagram একাউন্ট থেকে ছেলের বিভিন্ন ছবি পোস্ট করলেন এবং সেখানেই ইউভানের নতুন হেয়ার স্টাইল ধরা পড়েছে। অভিনেত্রী শেয়ার করা কয়েকটি ছবিতে ইউভানকে নতুন হেয়ার স্টাইল এর সঙ্গে দেখা গিয়েছে। আর খুদে হিরোর এই নতুন রূপ দেখে প্রত্যেকেই অবাক। শেয়ার করা ছবিতে ইউভানকে দারুন স্মার্ট লাগছিল। ইউভান কে ছবিতে নীল রঙের ডেনিম জিন্স প্যান্ট এবং নীল সাদা চেক শার্ট পরে দেখা গেছে। ছবিতে ইউভান কে বিভিন্ন পোজে ছবি তুলতে দেখা গেছে।

ছবিতে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা প্রত্যেকেই কমেন্ট করেছেন। প্রত্যেকেই ইউভানের এই নতুন লুকের প্রশংসা করেছেন। দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল আমাদের সেই ছোট্ট ইউভান। এখন সে নিয়মিত স্কুলেও যাচ্ছে।

Related Articles

Back to top button