“বউকে পাত্তা দিচ্ছে না” – আলিয়া রণবীরের চুলে হাত দিতেই হাত সরিয়ে দিলেন রণবীর! এতেই বিরক্ত সোশ্যাল মিডিয়ার একাংশ

রণবীর সিং এবং আলিয়া ভাট বলিউডের এই দুই সেলেব্রেটি বর্তমানে বেশ চর্চায় রয়েছেন। এমনিতেই তো বলিউডের সেলিব্রেটিদের চর্চার কোন শেষ নেই। তাছাড়াও তাঁদের কর্মজীবন আর ব্যক্তিগত জীবনের নতুন কিছু হলে সেটা নিয়ে শুরু হয়ে যায় নতুন রকমের চর্চা। ঠিক যেমন শুরু হয়েছে “রালিয়া” কে নিয়ে। কাজের জগত হিসেবে চর্চা বলতে গেলে তাঁদের নতুন মুভি ব্রহ্মাস্ত্র। সম্প্রতি মুক্তি পাওয়া এই ছবি বলিউডের বয়কট নামক খারাপ সময়কে হয়তো কাটাতে পারবে বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা। এর সাথেই আবার আগুনে ঘি ঢেলেছে আলিয়ার মা হওয়ার খবর। আগামী জুন মাসেই মা-বাবা হতে চলেছেন এই সেলিব্রিটি দম্পতি। এরই মাঝে আবারো একবার ক্যামেরাবন্দি হলেন তাঁরা। কেউ কেউ আবার ক্যামেরাবন্দি অবস্থায় তাঁদের কর্মকাণ্ড দেখে বেশ কটাক্ষও করেছেন।
সম্প্রতি এক পাপারাৎজি তাঁর অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে। সেখানেই বৃষ্টি ভেজা রাস্তায় একসাথে দেখতে পাওয়া যায় রণবীর এবং আলিয়াকে। হঠাৎই রণবীরের চুলে কিছু দেখতে পেয়ে হাত দিয়ে সেটা সরিয়ে দিতে চান আলিয়া। কিন্তু রণবীর আলিয়ার হাত সরিয়ে দেন। নিজেই চুল ঠিক করতে থাকেন নিজের। আলিয়া খানিকটা ইতস্তত বোধ করে হালকা হেসে হাতটা নামিয়ে নেন। এই দেখেই কেউ কেউ মজা করেছেন। আবার কেউ কেউ কটাক্ষ করেছেন রণবীরের এই ব্যবহারের।
এই ভিডিও দেখেই নেটিজেনদের মধ্যে কিছু জনের দাবি যে রণবীরও হয়তো আর পাঁচটা সাধারণ ছেলের মত তাঁর চুলে কেউ হাত দিক সেটা পছন্দ করেন না। কিন্তু আবার স্ত্রীর সাথে তাঁর এই ব্যবহারে কিছু জন বিরক্ত। তাদের দাবি এর আগেও রণবীর আলিয়াকে বেশ কয়েকবার সবার সামনেই ছোট করে কথাও বলেছেন। কিন্তু আরকে ফ্যানস আবার বলছেন, “আরকে তো কখনোই জনসম্মুখে পিডিএ করা পছন্দ করে না। এবার সেটা দেখে লোক বলবে বউকে পাত্তা দিচ্ছে না। এবার যদি পিডিএ করত, লোকে বলত আদিখ্যেতা। ছেলেটা যা করে তাতেই যেন সবার সমস্যা।”
প্রসঙ্গত কিছুদিন আগেই একটি ইনস্টাগ্রাম লাইভ করেছিলেন রালিয়া দম্পতি। সেখানেও রণবীর প্রেগন্যান্ট আলিয়াকে “মোটা” বলে খিল্লি করেছিলেন। যদিও সেই সময় বেশ সমালোচনা হয় এই বিষয়টি নিয়ে। তারপরে তাঁদের অভিনীত ছবি ব্রহ্মাস্ত্রের প্রচারে এসে ক্ষমা চেয়েছিলেন রণবীর নিজেই। সে সময় অভিনেতা জানিয়েছিলেন, “প্রথমেই এটা বলে দেই যে আমি আমার বউকে ভালোবাসি, জীবনের সবটুকু দিয়ে।
আর যেটা হয়েছে, আমি মজা করেই বলেছিলাম। যদিও তাতে কারও হাসি পায়নি বুঝতে পারছি। আমি সত্যি ক্ষমা চাইতে চাই, যদি কেউ কষ্ট পেয়ে থাকে। কারণ সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি আলিয়ার সঙ্গেও এই নিয়ে কথা বলেছি। ও তো আমার কথা হেসে উড়িয়ে দিয়েছে। এটা ঠিক আমার সেন্স অফ হিউমার খুব খারাপ। আর মাঝে মাঝে তা সপাটে আমার মুখের উপরেই এসে পড়ে। তাই যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে তাকে আমি সরি বলতে চাই।”
View this post on Instagram