গাছে জল দিতে গিয়ে জল ছিটিয়ে বাবা রঞ্জিত মল্লিককে ভিজিয়ে দিলেন মেয়ে কোয়েল! এই বয়সেও বাবার সাথে দুষ্টুমি করতে ছাড়লেন না কোয়েল

বাবা মেয়ের সম্পর্ক মানে খুব মধুর একটা সম্পর্ক। এমনিতেও বলা হয় যে, মায়েদের ছেলের প্রতি টান বেশি থাকে আর বাবাদের মেয়ের প্রতি টান বেশি থাকে। বাবা মেয়ের সম্পর্কটাই হয় বকাঝকা আদর ও খুনসুটির। আর সত্যি তো একজন মেয়ে তার বাবার সাথে খুনসুটি করবে না তো কার সাথে খুনসুটি করবে? সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবক্ষেত্রেই বাবা মেয়ের সম্পর্ক টা থাকে একই রকম। এরকমই একটি খুনসুটি মাখা সম্পর্ক বলিউডের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার মেয়ে কোয়েল মল্লিক এর মধ্যে আছে। তার বিভিন্ন রকম প্রমাণ মাঝে মধ্যেই পাওয়া যায়। এর আগে যেমন একবার একটি ভিডিওতে দেখা গিয়েছিল যে, লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছিলেন রঞ্জিত মল্লিক আর তা ধরে ফেলেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল। এরপর বাবাকে মিষ্টি খাওয়ার জন্য বকাঝকা করতে থাকেন কোয়েল এবং বাবার হাত থেকে মিষ্টির প্লেটটা কেড়ে নেন অভিনেত্রী।
আরও পড়ুন: গাড়ির ওপর ভেঙে পড়ে বড় গাছ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন মিঠাই সিরিয়াল এর অনন্যা গুহ
সম্প্রতি আবারও বাবা মেয়ের এই খুনসুটি ধরা পরল আর একটি ভিডিওতে। সেই ভিডিওতে দেখা গেলো যে, বাবার সাথে দুষ্টুমি করছেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক নিজেই বর্তমানে এক সন্তানের মা তার বাবা রঞ্জিত মল্লিকের যথেষ্ট বয়স হয়েছে , কিন্তু বয়স বাড়লেও সম্পর্কের সমীকরণ বদলে যায় না। তাই এই বয়সেও কোয়েল তার বাবা রঞ্জিত মল্লিকের সাথে দুষ্টুমি করেন তার প্রমাণ মিলল হাতেনাতে। সাম্প্রতিক কালের ভিডিওটিতে দেখা গেল যে, কোয়েল মল্লিক গাছে জল দিচ্ছিলেন আপন মনে।
View this post on Instagram
দূর থেকে মেয়েকে জল দিতে দেখে এগিয়ে এলেন বাবা রঞ্জিত মল্লিক। অন্যদিকে বাবাকে আসতে দেখে কোয়েল মল্লিকের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। জলের মুখটা তিনি ঘুরিয়ে দিলেন বাবার দিকে, ব্যাস সঙ্গেই ভিজে গেলেন রঞ্জিত মল্লিক, কোনরকমে সেখান থেকে পালিয়ে গিয়ে মেয়ের হাত থেকে বাঁচলেন তিনি। ভিডিওতে অভিনেতা রঞ্জিত মল্লিককে নীল রঙের একটি পাঞ্জাবি পরে দেখা যায় আর কোয়েল পড়েছিলেন হালকা আকাশী কালারের একটি কুর্তি। বাবা মেয়ের এই খুনসুটির দৃশ্য ইতিমধ্যেই শেয়ার করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী।
আরও পড়ুন: আদৃতের জন্মদিনেই মিঠাই সিদ্ধার্থের মন কষাকষি প্রকাশ্যে, সৌমিতৃষা শুভেচ্ছাও জানান নি আদৃত কে!
আসলে প্রসেনজিৎ চাটার্জী এবং দিতিপ্রিয়া রায় অভিনীত আয় খুকু আয় ছবির বিষয়বস্তু ও এইরকম বাবা মেয়ের গল্প। নির্মল মন্ডল নামে এক বাবা তার মেয়েকে মানুষ করতে কতটা লড়াই করেছেন তাই বলবে এই গল্প। দিতিপ্রিয়া ইতিমধ্যেই একদিন সাক্ষাৎকারে বলেন যে একা মায়ের থেকে একা বাবার লড়াই অনেক বেশি! সেই লড়াই কতটা তা জানতে হলে নিকটবর্তী প্রেক্ষাগৃহে আপনাদের অবশ্যই যেতে হবে আই খুকু আই দেখতে।