বিনোদন

সুচিত্রা তখন সুপ্রিয়ার ‘রমাদি’ আর ‘তুমি’’ – জন্মদিনের আলোকে সুচিত্রা স্মরণ

সুচিত্রা সেন, উত্তমকুমার, সুপ্রিয়া দেবী একসময়ের বাংলা ছবির ক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী তিনজনের নাম আজও একত্রে উচ্চারিত হয়। কোথাও যেনো রয়ে গিয়েছে এক অদ্ভুত যোগাযোগ তিন জনের মধ্যে। এই তিন জন বাঙালিকে ঘিরে আজও মানুষের মধ্যে নানা প্রশ্ন , কৌতূহল বর্তমান। তিনজন ব্যক্তিত্বের মধ্যে আজ আর কেউই নেই কিন্তু তাবলে তাঁদের নিয়ে বিস্ময়ের অবসান আজও ঘটেনি বাঙ্গালির মননে।

আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রির ‘দিদি’র সঙ্গে সম্পর্ক ভাঙার পর লোকে ভুলেই গেলো অভিষেক চট্টোপাধ্যায়কে’! এবার মিঠু দা সম্পর্কে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

তিন জনের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে তিন জনকে স্বাভাবিক সম্পর্কের হিসেবে বিচার করা হতনা মনে করে নেওয়াই হতো তিনজনের সম্পর্ক খুব একটা স্বাভাবিক ছিলনা। তিনজনের পারস্পরিক সম্পর্ক গুলিকে আমরা একটু রঙিন ছোঁয়ায় আলোকপাত করতেই পারি। অভিনেতা অনুম কুমার উত্তম সুচিত্রার সাথে একত্রে বহু ছবিতে কাজ করেছিলেন। ফলে সম্পর্ক নিয়ে কিছুটা ধারণা তাঁর হয়ে গিয়েছিল। তিনিই একসময় মন্তব্য করেছিলেন, উত্তম সুচিত্রার সম্পর্ক এত নিবিড় বন্ধুত্বের ছিল যে কখনও দুজনের মনোমালিন্যের বহিঃপ্রকাশ ঘটেনি।

অন্যদিকে সুপ্রিয়া দেবীর প্রসঙ্গ নিয়ে আসতে গেলে উত্তম সুচিত্রার সাথে তাঁর প্রথম সাক্ষাতের কথা আনতেই হয়। শেওড়াফুলির এক প্রেক্ষাগৃহে অগ্নিপরীক্ষা নামের ছবিটি দেখতে গিয়েই প্রথম উত্তম সুচিত্রার সাথে তাঁর সাক্ষাতের সুযোগ হয়েছিল। তবে তাঁর আগে কাজের সুবাদে পরিচয় হয়ে গিয়েছিল।’ বসু পরিবার’- নামক ছবিটি উত্তমের সাথে সুপ্রিয়া দেবীর প্রথম ছবি ছিল।’ সাড়ে চুয়াত্তর’ নামের ছবিটি চলাকালীন কাজের ক্ষেত্রেই নির্মল দের হাত ধরে সুপ্রিয়া দেবীর সাথে সুচিত্রার পরিচয় হয়েছিল। তারপর আসতে আসতে সুপ্রিয়া দেবীর সাথে সময়ের সাথে সাথে সুচিত্রার ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেয়েছে। উত্তমের ‘ রমা ‘ ও ‘ বেণু’ ক্রমেই দুজনে দুজনকে অনেক গভীর ভাবে চিনে ফেলেছেন। তবে বহুবার তাঁদের সম্পর্কে একটি প্রশ্ন উঠে এসেছে যার উত্তর অনেকের কাজেই অজানা। সুপ্রিয়া দেবী ও সুচিত্রা দেবীর মধ্যে কি ঈর্ষার সম্পর্ক বর্তমান ছিল কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হয়, দুজনেই দুজনকে অত্যন্ত মন থেকে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন।

আরও পড়ুন: ফের বলি পাড়ায় হেভিওয়েট বিয়ের গুঞ্জন! সূত্রের খবর বলছে আগামী ১৪ এপ্রিল রণবীর-আলিয়া সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন

বাইরে থেকে অত্যন্ত একজন গম্ভীর স্বভাবের মানুষ দেখলেও সুচিত্রা কিন্তু প্রায়শই নানা মজার ঘটনা ঘটাতেন। একদিন কলকাতা জুড়ে বৃষ্টি হওয়ার সময়ে হঠাৎ ময়রা স্ট্রিটের বাড়িতে ফোন করাতে সুপ্রিয়া দেবী ফোন ধরতে অন্যদিকে থেকে সুচিত্রা জানতে চেয়েছিলেন,” উতু কোথায়? ” উত্তমকুমার কে এই নামে ডাকতেন তিনি। সুপ্রিয়া দেবী যখন জানিয়েছিলেন, শুটিং এর জন্য বাড়িতে নেই তিনি বেশ হতাশ হয়েছিলেন সুচিত্রা। সুপ্রিয়া দেবী এতটুকুও এমন প্রস্তাব শুনে অবাক হয়ে যাননি বরং বলেছিলেন বাড়ি ফিরলে তিনি সুচিত্রার বাড়ি পাঠিয়ে দেবেন তাঁকে। এমনই সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। জন্মদিনের সময়ে সুচিত্রা দেবীর স্মরণে বহু তথ্য উঠে এসেছে এভাবেই যা অনেকের কাছেই অজানা।

Related Articles

Back to top button