দেরিতে পৌঁছেও বিমান সংস্থার ওপর ক্ষোভ উগরে অবশেষে ক্ষমা চাইয়ে নিলেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত!

সোশ্যাল মিডিয়া বেশ কয়েকদিন যাবত একটি বিষয় নিয়ে বেশ সরগরম হয়ে রয়েছে। এই ঘটনা বোধহয় আর কারোর জানতে বাকি নেই। যাঁকে ঘিরে এই ঘটনার সূত্রপাত তিনিও দর্শকের কাছে খুব পরিচিত একটি মুখ – টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ঘটনা সম্পর্কে বিস্তারিত যা জানিয়েছেন শুটিং এর উদ্যেশ্যে তাঁকে আমেদাবাদ যেতে হতো সেইমতো তিনি বিমান বন্দরে পৌঁছলেও কোনো কারণবশত তিনি বেশ খানিকটা দেরিতে পৌঁছেছিলেন। সেই নিয়ে দীর্ঘ চল্লিশ মিনিট ধরে বিমান বন্দরের কর্মীদের সাথে তর্কাতর্কি চলে অভিনেত্রীর , কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ না হওয়ায় তাঁকে ফেরত আসতে হয় আর ফিরেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান সংস্থার ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন: ‘ক্ষমা করে দিস মা! ‘ – নিজের মেয়ের কাছে কি কারণে ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বিমান সংস্থার পক্ষ থেকে শেষ পর্যন্ত বৃহস্পতিবার অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়া হয়েছিল টুইটের মাধ্যমে। যেখানে জানানো হয়েছিল, সংস্থার তরফে একাধিকবার অভিনেত্রীর সাথে ফোন মারফত যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। বিমান সংস্থার টুইটের স্ক্রিনশট নিয়ে অভিনেত্রী নিজেও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
শেয়ার করার সাথে সাথে অভিনেত্রী নিজের কিছু মতামত ব্যক্ত করেছেন বিমান সংস্থার সম্পর্কে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথমেই ক্ষমা প্রার্থনা করার জন্য বিমান সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। তারপর অভিনেত্রী নিজের মত ব্যক্ত করে লিখেছেন, ‘যদি বিমানের সময় বদলায় তবে সেটা যাত্রী বা সংস্থাকে আগাম জানানো উচিত। এর জন্য আমাকে আরো যাতায়াত করে কাজটা শেষ করতে হয়েছে। একটি কাজ হারিয়েছি যেটা ওই সময়ে শিডিউল করা ছিল। আশা করছি ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না। আমি শুধু এটা নিজের জন্য নয়, সমস্ত নাগরিকদের জন্যই বলছি।’
অভিনেত্রীর এই বক্তব্যে অবশ্য অধিকাংশ নেটিজেনরা বিমান সংস্থার কোনো দোষ মোটেই দেখতে পাননি উলটে তারা বরং অভিনেত্রীকেই দোষ দিয়েছেন। নিজের ভুলের জন্য দেরি করে পৌঁছে তিনি বিমান সংস্থার ওপর ক্ষোভ দেখাচ্ছেন এমন দাবি বহু নেটাগরিকদের। অন্যদিকে বিমান সংস্থা তাঁদের ব্যাবসার স্বার্থে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন বলা যায়।
অভিনেত্রীকে নিয়ে যাঁরা ট্রোল করেছেন তাদেরও মোটেই ছেড়ে কথা বলেননি অভিনেত্রী। তিনি জানিয়েছেন, নেতিবাচক মন্তব্য সবই তাঁর চোখে পড়েছে। তবে তিনি দাবি করেছেন, ক্ষোভটা কেবল তিনি একার জন্য দেখাননি বরং সারা দেশের নাগরিকদের জন্যই এমন গলা ফাটিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। কাজ সম্পর্ণ করতে এখনও পর্যন্ত তাঁকে প্রতিদিন যাতায়াত করেই কাজ করতে হচ্ছে একথাও তিনি জানিয়েছেন।