সুশান্ত এখন অতীত, কলংক ধুয়ে মুছে সাফ! তিক্ত অভিজ্ঞতা ভুলে আবার বলিউডে ফিরছেন রিয়া! বলিউডের সাথে দক্ষিণের জগতেও নাম অর্জন করবেন এই বাঙালি অভিনেত্রী!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম ক্রমাগত নিউজের হেডলাইন হয়ে গিয়েছে। সুশান্তের মামলায় বারংবার উঠে এসেছে রিয়া চক্রবর্তীর নাম, মাদক মামলায় জড়িয়েছে এই অভিনেত্রীর নাম। সুশান্তের মৃত্যুর পর একসময় পরোক্ষভাবে দায়ী করা হয়েছিলো তাকে, বয়কট করা হয়েছিল তার অভিনীত সিনেমা, তবে সেই সমস্ত তিক্ত স্মৃতি ভুলে বর্তমানে ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি একাধিক জায়গায় উপস্থিত হলেও বিভিন্ন পার্টিতে যোগ দিলেও আজও বলিপাড়ার একটা অংশ তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন!
আরও পড়ুন: ‘বিক্ষোভ ছবিতে শ্রাবন্তীকে বেশি হাইলাইট করা হয়েছে’ভয়ঙ্কর অভিযোগ শুভশ্রীর!
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে বিষাদময় অধ্যায় তাকে নিয়ে সৃষ্টি হয়েছে, তা ভুলে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছেন নায়িকা। জ্যোতিষশাস্ত্র কী বলছে? কার ভাগ্যে কখন কী ঘটবে তা ভগবান ছাড়া কেউ জানে না! কিন্তু জ্যোতিষ শাস্ত্রে অনেকটাই ভবিষ্যৎ ভাগ্য অনুমান করা যায়। তাই বলিউডের অভিনেতা অভিনেত্রীরা প্রায়ই জ্যোতিষের শরণাপন্ন হন, সম্প্রতি সুশান্ত প্রেমিকার জ্যোতিষশাস্ত্র নিয়ে নেট মাধ্যম উত্তাল হয়ে গিয়েছে। কী বলছে রিয়ার ভাগ্য?
View this post on Instagram
রিয়া কর্কট রাশির জাতিকা, তার জন্ম তারিখ ১- এই সংখ্যায় সূর্যের আধিপত্য লক্ষ্য করা যায় অন্যদিকে তার ভাগ্য সংখ্যা ২- এটা আবার চন্দ্রের অধীন। রিয়ার ভাগ্যচক্র বলছে ২০০৯ সাল থেকে একটু একটু করে নায়িকার ভাগ্যরেখা উন্নতির দিকে উঠেছে এরপর ২০১২ সালে বলিউডের দরজা তার সামনে খুলে যায়। ২০১৭-১৮র পর থেকে একটার পর একটা প্রোজেক্টে কাজ করতে থাকেন তিনি, এরপর ২০২০ সালে সর্বাধিক পরিচিত হন তিনি, তবে সুশান্তের মৃত্যুর পর থেকে তার জীবনে একটি অন্ধকার অধ্যায় শুরু হয়।
সম্প্রতি রিয়ার ভাগ্যচক্র বলেছে যে, আসন্ন ভবিষ্যতে রিয়ার আর কোনো বিপদের সম্ভাবনা নেই। এইবার আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি, শুধু বলিউডে নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের কাজের দ্বারা সুনাম অর্জন করবেন বাঙালি এই অভিনেত্রী এবং কর্ম জীবনে আর কোনো বাধা নয় বরং একের পর এক লক্ষ্য পূরণ করে উন্নতির পথে এগিয়ে যাবেন বলি অভিনেত্রী রিয়া চক্রবর্তী।