অভিনেত্রী সোনম কাপুরের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা! নগদ টাকা ও গয়না সমেত খোয়া যাওয়া সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকা

প্রকাশ্যে এসেছে অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার বাড়িতে ভয়ংকর চুরির ঘটনা! খবর সূত্রে জানা গিয়েছে, নগদ এবং গয়না মিলিয়ে মোট ২ কোটি টাকার সম্পত্তি খোয়া গিয়েছে। চুরির ঘটনা ঘটেছে, সোনম এবং আনন্দের নয়া দিল্লির বাড়িতে। ইতিমধ্যেই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় বাড়ির পরিচারিকা এবং কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বিভিন্ন প্রমাণ সংগ্রহ করার কাজও শুরু করেছে পুলিশ ।
অভিনেত্রীর বাড়িতে কাজ করার জন্য থাকেন মোট ৯ জন কেয়ারটেকার সাথে গাড়ির ড্রাইভার এবং মালি। কাউকে এখনও গ্রেফতার না করা হলেও পুলিশের পক্ষ থেকে জোরকদমে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত চুরির ঘটনার সাথে যুক্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চুরির ঘটনার সময় সোনম এবং আনন্দ কেউই তাঁদের দিল্লির বাড়িতে ছিলেন না।
বিয়ের পর থেকেই সোনম এবং আনন্দ অধিকাংশ সময় কাটিয়ে থাকেন তাঁদের লন্ডনের বাড়িতে। আর নয়াদিল্লির এই বাড়িতে আনন্দের মা , বাবা ও ঠাকুমা মিলে থাকতেন। চুরির বিষয়টি সবার আগে নজরে আসে আনন্দের ঠাকুমার যিনি হঠাৎ আলমারির চাবি খুলে বুঝতে পারেন চুরি হয়েছে। কিছুদিন আগে আলমারি খুলে গয়না নেই বুঝতে পারলেও এবার দেখেন গয়নার সাথে সাথে গায়েব হয়েছে নগদ টাকা! সোনমের শাশুড়ি এই ঘটনায় রীতিমতো তাজ্জব হয়ে তৎক্ষনাৎ পুলিশের কাছে খবর দেন। পুলিশ প্রশাসন কড়া হাতে বিষয়টির তল্লাশি চালাচ্ছে বলেই জানা গিয়েছে। সম্প্রতি আর্থিক প্রতারণার কবলে পরে প্রায় ২৭ কোটি টাকা খুইয়ে ছিলেন সোনমের শ্বশুর। তারপরেই বাড়িতে ফের চুরি। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে নাকি খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে পুলিশ। একের পর এক চুরির ঘটনা সোনমের শ্বশুর বাড়িতে উঠে আসছে। আর্থিক প্রতারণার মামলায় ইতিমধ্যেই পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছিল। এই ঘটনার সাথে তাদের কোনো যোগ আছে নাকি দেখার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: “আটের দশকের নায়িকার সাজে দারুন লাগছে” – ‘ কিশমিশ’ ছবিতে রুক্মিণীর সাদামাঠা রূপে মুগ্ধ দেব!
প্রসঙ্গত বলা যায়, ২০১৮ সালে সাত পাঁকে বাঁধা পড়েছিলেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। মুম্বাইয়ে বিয়ের আসর বসেছিল তবে তারপর থেকে ওই জুটি লন্ডনেই বেশি সময় একসাথে কাটাতেন। কিছুদিন আগে সোনম কাপুরের একটি অন্তঃসত্ত্বা হওয়ার ছবি ভাইরাল হয়েছিল যদিও অভিনেত্রী তখন অস্বীকার করেছিলেন কিন্তু পরে তিনি জানিয়েছেন চলতি বছরেই তিনি মা হতে চলেছেন।
View this post on Instagram