কেকে বিতর্ক ভুলে ভারত সরকারের হয়ে গান গাইলেন রূপঙ্কর বাগচী! শ্রোতারা কি ক্ষমা করবেন তাকে?

জনপ্রিয় বলিউড গায়ক কে কে- কে নিয়ে একটি মন্তব্য করে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। তার বক্তব্যের পর সাংবাদিক মৌপিয়া নন্দী থেকে শুরু করে গায়িকা ইমন চক্রবর্তী পর্যন্ত রূপংকরের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন। একমাত্র নচিকেতা রূপংকরের হয়ে জনসাধারণের কাছে অনুরোধ করেছিলেন, সে অভিমান থেকে একটা কথা বলেছে তাকে ক্ষমা করে দিতে। অন্যদিকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ট্রোলারদের অনুরোধ করেছিলেন,“ অনেক হয়েছে প্লিজ এবার আপনারা থামুন, ট্রোলিং এর ফলে একটা মানুষের ভয়ঙ্কর ক্ষতি হয়! এরপর রূপঙ্করদার কিছু হলে আপনার নিজেদের ক্ষমা করতে পারবেন তো?”
অন্যদিকে জনপ্রিয় সুরকার জয় সরকার বলেছিলেন, যারা রূপঙ্করের নখের যোগ্য নয়, কেবলমাত্র একটি মন্তব্যের জন্য তারা তাকে নিয়ে কটুক্তি করেছে এটা মানতে তার ভীষণ কষ্ট হচ্ছে। ভয়ঙ্কর সমালোচনাতেই থেমে থাকেননি নেটাগরিকরা, জনপ্রিয় গায়ক কে বয়কট করা থেকে শুরু করে একের পর এক হুমকিমূলক ফোন, মেসেজ আসতে শুরু করে গায়কের বাড়িতে।
যে কারণে তার বাড়িতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পর্যন্ত জারি করতে হয়। নিজের ভুল বুঝতে পেরে পরবর্তীকালে সংবাদমাধ্যমের সামনে এসে বিবৃতি দিয়েছিলেন রূপঙ্কর বাগচী, নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি বলেছিলেন তার ভুল তিনি বুঝতে পেরেছেন, তিনি ক্ষমা প্রার্থী। গায়কের বৌ পর্যন্ত বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় কলম ধরেছিলেন, লিখেছিলেন তার জীবনে চলা বিভীষিকার কথা। কিন্তু তবু এত সহজে রেহাই পাননি রূপঙ্কর। ক্ষমা চাওয়ার পরেও তাকে নিয়ে সমালোচনা কটুক্তি থেমে যায়নি।
আরও পড়ুন: স্কুল যাচ্ছে ছোট্ট আদিদেব! মা সুদীপা রিল করলেন সেই মূহুর্ত! ভাইরাল হলো সেই ভিডিও
বিতর্কের মধ্যে পড়ে একাধিক কাজ হাতছাড়া হয়েছে রূপঙ্করের, তবে এইবার ভারত সরকারের উদ্যোগে আয়োজিত একটি প্রকল্পে যোগদান করে বাংলা গান গেয়েছেন রূপঙ্কর বাগচী। এই গান ইতিমধ্যে একাধিক ভাষায় রেকর্ড হয়ে গেছে, এমনকি শোনা যাচ্ছে এই প্রকল্পে রূপঙ্কর ছাড়াও বলিউডের একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব আছেন। তবে রূপঙ্কর যাই গান করুক না কেন, শ্রোতারা কিন্তু এখনো নারাজ তার গান শুনতে। তিনি ক্ষমা চাইলেও তারা সন্তুষ্ট নন, কারণ রূপঙ্কর বাগচী যেভাবে কাগজ দেখে ক্ষমা প্রার্থনা করেছেন তা দেখেও চটে গিয়েছেন অনুগামীদের একাংশ।