বিনোদন

লাইমলাইট চলে যাবে! আলিয়া সন্তান আসার পরে জনপ্রিয়তা কমে যাবে সাইফ এবং কারিনা কাপুরের সন্তান তৈমুরের, আশঙ্কা নেটিজেনদের

সম্প্রতি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সকলকে জানিয়েছেন রণবীর এবং আলিয়া। খবর জানানোর পর থেকেই হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে দুজনকে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন নানান রকম ট্রোল এবং সমালোচনার শিকার হচ্ছেন বলিউডের এই তারকা দম্পতি। সদ্য বিবাহিত দম্পতিকে নিয়ে বলিউডে বেশ মাতামাতি হয়েছিল। রণবীর এবং আলিয়া ভক্তরা অপেক্ষা করছিল তাদের বিয়ের জন্য। বিয়ের পর চারিদিকে রণবীর এবং আলিয়া ছবি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার। এরপর বিয়ের দু মাসের মাথাতেই সকলকে সুখবর জানালেন আলিয়া এবং রণবীর। তারপরই ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী কে।

বলিউডে নতুন তারকা সন্তান আসামাত্রই অন্যান্য তারকা সন্তানদের নিয়ে চিন্তা বেড়ে যায়। এবারে সোশ্যাল মিডিয়ায় রণবীর এবং আলিয়ার ভবিষ্যতের সন্তানের সাথে কারিনা কাপুর এবং সাইফ আলী খানের পুত্র তৈমুর এর তুলনা করা হলো। নেটিজেনদের ধারণা আলিয়া সন্তান আসার পর তৈমুরের জনপ্রিয়তা কমে যাবে। উল্লেখ্য বর্তমানে বলিউড স্টার কিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো তৈমুর। তৈমুরের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাতামাতি শেষ নেই এবং সাইফ আলীর পুত্র তৈমুর কে নিয়ে রয়েছে অসংখ্য ফ্যানপেজ।

তাই নেটিজেনদের ধারণা আলিয়ার ভবিষ্যতের এর সন্তান আসার পর তৈমুরের জনপ্রিয়তা কমে যেতে পারে। যদিও নেটিজেনদের এই সমস্ত বাজে মন্তব্য এবং ট্রোলিং এ রণবীর-আলিয়া বা করিনা সাইফ কেউই কান দেননি। বর্তমানে নিজেদের সন্তানের আসার অপেক্ষায় রয়েছেন আলিয়া রণবীর।

Related Articles

Back to top button