অভিনয়ের প্রশংসা পেলেও যোগ্যতা অনুযায়ী কাজ পান না সন্দীপ্তা! আক্ষেপ প্রকাশ করে কী বললেন অভিনেত্রী?

স্টার জলসার ধারাবাহিক ‘দুর্গা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। পরবর্তীতে টাপুর টুপুর, তুমি আসবে বলে, প্রতিদান ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করার পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী। সম্প্রতি করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে মা সারদার চরিত্রে অভিনয় করে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন তিনি।
অনেকেই হয়তো জানেন না সন্দীপ্তা সাইকোলজির ছাত্রী। সন্দীপ্তার নাচ, অভিনয় সবেতেই মুগ্ধ দর্শক। কিন্তু দর্শকদের এত ভালোবাসা পেয়েও সন্দীপ্তার প্রাপ্তির জগত শূণ্য! এত প্রতিভাবান অভিনেত্রী অথচ ভালো চরিত্রের অফার সেভাবে পান না, যা নিয়ে অন্তরের মধ্যে যথেষ্ট আক্ষেপ রয়েছে অভিনেত্রীর। প্রতিভার তুলনায় জীবনে সেই ভাবে সাফল্য ধরা দেয়নি বলে আক্ষেপ করেছেন সন্দীপ্তা। ইন্ডাস্ট্রির ভেতরে এই সমীকরণ নতুন কিছু নয় এর আগেও একাধিকবার দেখা গেছে খুব ভালো অভিনেত্রী দুর্দান্ত অভিনয় করেন অথচ সেভাবে কাজ পান না। এ ক্ষেত্রে কখনো কখনো লাক ফেভার করে কখনো কখনো বা ইন্ডাস্ট্রির ভেতরে নানান রকম রসায়ন নানান রকম রাজনীতি কাজ করে, কোথাও আবার কাজ করে ক্ষমতার দৌড়। সন্দীপ্তার ক্ষেত্রে ঠিক কোনটা তা অভিনেত্রী নিজেও জানেন না। তবে যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়ার অভাব প্রতিমুহূর্তে বোধ করেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কাজের ঝুলি শূন্য বলে আক্ষেপ করে বসেন অভিনেত্রী! অভিনেত্রীর কথায়,“অনেকেই ভালো কাজ করি বলে প্রশংসা করেন।বলেন আমার অভিনয় তাদের ভালো লাগছে কিন্তু ভালো চরিত্রের বেলায় কেন প্রস্তাব আসে না সেই অঙ্কটা আজও বুঝি না।” সন্দীপ্তার যেখানে কাজের অভাব সেখানে তার বন্ধু রাহুল কিন্তু চুটিয়ে একটার পর একটা ধারাবাহিকে কাজ করছেন। দেশের মাটি ধারাবাহিক শেষ হওয়ার পর সম্প্রতি লালকুঠি ধারাবাহিকে কাজ শুরু করছেন রাহুল। দেশের মাটির রাহুল রুকমা জুটি প্রবল জনপ্রিয়তা লাভের পর আবার লালকুঠিতে ফিরে এসেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, একবার শোনা গিয়েছিলো সন্দীপ্তা সেনের কারণেই নাকি প্রিয়াঙ্কার সাথে বিচ্ছেদ হয় রাহুলের। যদিও সন্দীপ্তা বা রাহুল বরাবর নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন। রাহুলের প্রসঙ্গে সন্দীপ্তা তো বলেই দিয়েছেন, “রাহুল আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। এ নিয়ে কোনো দিন কোনো বিভ্রান্তির জায়গায় তৈরি হয়নি। আমার জন্য তো ওদের বিচ্ছেদ হয়নি।”