বিনোদন

“জাতীয়স্তরের বাণিজ্যিক সিনেমায় প্রথম ও একমাত্র বাঙালি সুপারস্টার তিনি” – ইউটিউবার স্যান্ডি সাহার মহাগুরুকে নিয়ে পোস্ট ঘিরে রীতিমতো ক্ষোভে ফুঁসছে নেটবাসী

বাঙালির আবেগকে নিয়ে কোনো ইয়ার্কি একেবারেই পছন্দ করেন না কেউ , সেভাবেই সবার আবেগের সাথে জড়িত সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে নিয়ে উলটো পালটা পোস্ট যে একেবারেই মেনে নেবেন না একথা আগেই জানা ছিল। কিন্তু এই ঘটনাই ঘটিয়েছেন, ইউটিউবার স্যান্ডি সাহা। পর্দার ওপারে থাকা তারকাদের আমরা সবসময় ঠিক নাগাল পাইনা ঠিকই কিন্তু মনের মধ্যে আমাদের বেশিরভাগ তারকাদের নিয়ে একটা অন্যরকম আবেগ জড়িয়ে থাকে। মুম্বাইতে অমিতাভ বচ্চনের মন্দির পর্যন্ত রয়েছে বলে শোনা যায়। এক পলক তারকাদের দেখার আশায় কত পাগলামি করেন অনুরাগীরা।

আরও পড়ুন: “আমার এক ফোঁটা আবেগ নেই। আমি আবেগ পছন্দও করি না।” – সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয়ের পরেও এই দাবি কিউ এর!

বাংলা তথা হিন্দি উভয় জগতের ছবির ক্ষেত্রে যাঁকে একেবারে সুপারস্টারের তকমা দেওয়া যায় সেই মহাগুরু মিঠুন চক্রবর্তী। যিনি কিনা একেবারে নিজের অভিনয় গুণে প্রবল সংগ্রাম করে নিজেকে বলিউড জগতে প্রতিষ্ঠা করেছিলেন। ছবির ক্ষেত্রে একাধিক পুরস্কারের সাথে জাতীয় পুরস্কারের খেতাব রয়েছে যাঁর ঝুলিতে আর সেই বিখ্যাত গান, ডিসকো ডান্সার এর সাথে তাঁর নাচ সে তো আবেগ অনুরাগীদের কাছে। অভিনয় থেকে বিরতি নেওয়ার পরে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কিন্তু রাজনীতিতে তাঁকে ঠিক মানায় না এমনটাই মত ছিল বহু অনুরাগীর। তবে বেশ অনেকদিন তাঁকে রাজনীতির ক্ষেত্রে এত সক্রিয় দেখা যায়না। এখন তিনি যে বিষয় নিয়ে সংবাদের সামনে এসেছেন তা হলো মিঠুন চক্রবর্তীকে নিয়ে রীতিমতো মশকরা করা হয়েছে সোস্যাল মিডিয়ায়!

ইউটিউবার স্যান্ডি সাহা যিনি আপাতত সবার কাছে একটি চেনা মুখ। তিনি সম্প্রতি তাঁর ফেসবুক মহাগুরুর একটি বেডে শুয়ে থাকার ছবি দিয়ে লিখেছেন, তাঁকে নিয়ে অনেক মিম হয়েছে, এই আমরাই কখনো বলেছি , ‘ও মিঠুনদা একটু নাচুন না’ কিংবা ‘জাত গোখরো’ কিংবা ‘নকশাল টু রং দে তু মোহে গেরুয়া’ ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা ধ্রুব সত্যি যে তিনিই জাতীয়স্তরের বাণিজ্যিক সিনেমায় প্রথম ও একমাত্র বাঙালি সুপারস্টার, তিনি মহাগুরু … আজ তিনি অসুস্থ ও হাসপাতালে চিকিৎসাধীন। আপনার দ্রুত সুস্থতা কামনা করি। তাড়াতাড়ি সেরে উঠুন সুপারস্টার। আপনি ভারতের তথা আমাদের বাঙালীর গর্ব।’

আরও পড়ুন: স্বামীর অপছন্দে বলিউডের কাজে ইতি টানেন ম্যায়নে পেয়ার কিয়া খ্যাত নায়িকা ভাগ্যশ্রী! শ্বশুরবাড়ির লোক তার স্টারডম বোঝেন নি কখনো!

কিন্তু ঘটনা উল্টো মোড় নেয় তারপর থেকেই। অনুরাগীরা রীতিমতো রেগে আগুন! কিন্তু কেনো ? কারণ শেয়ার করা ছবিটি কিছুদিন আগের। যেখানে মিঠুন চক্রবর্তী পিঠে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিজেপির নেতা অনুপম হাজরা হাসপাতালে গিয়ে তার আরোগ্য কামনা করেন এবং তার কয়েকটি ছবি তুলে পোস্ট করেন এবং সেই ছবি গুলিই ফের শুরু হয়েছে ভাইরাল হতে। কিন্তু স্যান্ডি সাহা এই ছবির কোনো সঠিক সময় না দেখেই এমনভাবে পোস্ট করেছেন যেনো মনে হয়েছে মিঠুন চক্রবর্তী খুব অসুস্থ। বেজায় চটেছেন নেট নাগরিকরা। তাদের মহাগুরু কে নিয়ে ইয়ার্কি! তবে এই পোস্ট নিয়ে সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া যদিও তারপর স্যান্ডি সাহা পোস্টটি ডিলিট করে দিয়েছিলেন।

Related Articles

Back to top button