বিনোদন

রূপে নয়, গুণে সাঁওতালি কন্যের জয়! দাদাসাহেব ফালকে পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ডগর টুডু

সবাই বলে রূপোলী পর্দার জগতে সৌন্দর্য‌ই শেষ কথা, হ্যাঁ রুপোলি পর্দার জগতের সবাই ডানা-কাটা-পরী হবেন এটাই আমরা সাধারন মানুষ দেখতে অভ্যস্ত। তবে কখনো কখনো ব্যাতিক্রম‌ও হয়, প্রমাণ হয়ে যায় রুপোলি পর্দার জগতে শুধু সৌন্দর্য চূড়ান্ত সত্য নয়। অপরূপ সৌন্দর্যে নয়, অভিনয় দক্ষতা দিয়েও রুপোলি পর্দার কেউ কেউ মনে জায়গা করে নেন,প্রমান করে দেন দক্ষতাও কথা বলে রুপোলি পর্দার জগতে! ঠিক তেমনটাই হয়েছে সাঁওতালি সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রীর ক্ষেত্রে। সাধারণ লুক ও অভিনয় দক্ষতার গুণেই সকলের মন জয় করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তথা গায়িকা ডগর টুডু। ১২ তম দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব ২০২২ এ সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন সাঁওতালি ভাষার অভিনেত্রী তথা গায়িকা ডগর টুডু। উল্লেখ্য অভিনেত্রীর পুরো নাম ডগরমুনি টুডু।

আরও পড়ুন: রাত ভোর অপেক্ষা করিয়ে নবাগত বলে প্রত্যাখ্যান করেন পরিচালক! খিদে চেপে লড়াই করেই আজ জিতু ‘অপরাজিত’

রায়গঞ্জের গ্রাম্য পরিবেশ ও অনাথ আশ্রমের প্রেক্ষাপটে একটি সাঁওতালি সিনেমা তৈরি হয়েছিল। সিনেমাটির নাম ‘আশা’। এই ছবিটির শুটিং হয়েছিল সোহার‌ই গ্রামে। এই ছবিটির পরিচালনা করেছিলেন পরিচালক পল্লব রায় ও ছবিটির প্রযোজক ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই ছবিতে একজন বিশেষ চাহিদা সম্পন্ন আদিবাসী কন্যার চরিত্র ছিলো। এই চরিত্রেই অভিনয় করেছিলেন ডগর টুডু, তার সেই অভিনয় এতটাই জীবন্ত ছিলো যে তিনি বড় বড় সিনে বোদ্ধাদের প্রশংসা লাভ করেছিলেন। এর পাশাপাশি সিনে অনুরাগী এবং দর্শক মহলেও তার অভিনয় দক্ষতা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিলো। এখানেই শেষ নয়, ছবিটি এরপর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছিল।

পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের বাসিন্দা ডগর টুডু‌। মাত্র ১২ বছর বয়স থেকেই অভিনয় জগতের হাতে খড়ি হয়ে গিয়েছিল তার, বর্তমানে সাঁওতাল চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি সাঁওতালি গায়িকা হিসেবে পরিচিত তিনি। একাধিক পূর্ণদৈর্ঘ্যের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার পাশাপাশি বহু গান গেয়েছেন তিনি। এছাড়া সাঁওতালি ভাষাতে নিজে গান‌ও লেখেন তিনি। সেই গানে সুর‌ও দেন তিনি। এছাড়া সাঁওতালি ভাষার অনেক ছবি এবং ভিডিওর ওপর‌ও কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: সবই নকল! মাথার টাক নকল চুল দিয়ে ঢেকেই ফিটনেস আইকন অক্ষয় কুমার! কিন্তু কেন এমন অবস্থা হলো অভিনেতার?

বহু প্রতিভা সম্পন্ন এই অভিনেত্রী সমাজসেবা মূলক কাজ‌‌ও করেন। এর পাশাপাশি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর করেছেন তিনি। সম্প্রতি দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে ডগর টুডু সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ায় তার অনুরাগীরা সকলেই উচ্ছ্বসিত।

Related Articles

Back to top button