বিনোদন

নায়ক চরিত্র ছেড়ে নেগেটিভ চরিত্র করে বলিউডে শন! ছোটপর্দার জনপ্রিয়তা কাজ করবে বড়পর্দাতেও আত্মবিশ্বাসী শন

টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ শন বন্দ্যোপাধ্যায় ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিক করার মধ্য দিয়ে রুপোলি পর্দার জগতে প্রবেশ করেছিলেন। এরপর এখানে আকাশ নীল এবং মনফাগুনের মত ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই অভিনেতা। এভাবেই ছোটপর্দায় কখনো নবাব, কখনো ডাক্তার, তো কখনো ধনী ব্যবসায়ীর ছেলে হয়েছেন শন। বর্তমানে তার অভিনীত মন ফাগুনের ঋষিরাজ অর্থাৎ টুবাইদার অসংখ্য ফ্যান ফলোয়ার্স। সম্প্রতি শোনা যাচ্ছে অভিনেতা ছোট পর্দা ছেড়ে এবার বড় পর্দায় পা দেবেন। বলিউডে ডেবিউ করতে চলেছেন শন। ছবির পোস্টার লঞ্চের দিন অভিনেতা মাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে। এই খুশির খবর শোনার পর থেকেই তাঁর অনুরাগীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।

আরও পড়ুন: গাছে জল দিতে গিয়ে জল ছিটিয়ে বাবা রঞ্জিত মল্লিককে ভিজিয়ে দিলেন মেয়ে কোয়েল! এই বয়সেও বাবার সাথে দুষ্টুমি করতে ছাড়লেন না কোয়েল

শন যে ছবিতে অভিনয় করছেন সেই ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। ছবিটি পরিচালনা করছেন কবীর লাল। ছবিটির প্রযোজনা করছেন তাপসী পন্নু। এই ছবিতে শন ছাড়াও রয়েছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী, রীতেশ দেশমুখ প্রমুখ। এছাড়া এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা পরিচালকের কাছে শনের নাম প্রস্তাব করেছিলেন। শনকে এই ছবিতে অভিনয় করার জন্য‌ও রাজি করিয়েছেন তিনিই। মন ফাগুন সিরিয়ালে কাজ করবার জন্য শনের ডেট নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তখন ঋতুপর্ণা‌ই শনকে বলেন, এই ছবিটি তার ক্যারিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।

ঋতুপর্ণা এই ছবিতে একটি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন, আর শনের চরিত্রটি জানা যাচ্ছে বর্তমান ধারার চরিত্রগুলি থেকে একদম বিপরীত। এতদিন ছোটপর্দায় হিরোর ভূমিকায় কাজ করা শন বলিউডে নেগেটিভ চরিত্রে কাজ করতে চলেছেন। যদিও অভিনেতা জানান যে এই চরিত্রটির মধ্যে বিভিন্ন রকম শেড রয়েছে। তবে হিরোর চরিত্র থেকে নেগেটিভ চরিত্রে অভিনয় দর্শকরা কতটা পছন্দ করবেন তা নিয়ে প্রশ্ন উঠছে। ছোটপর্দার জনপ্রিয়তার প্রভাব বলিউডের ওপর পড়বে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে অনেকের মধ্যে। যদিও এই সব নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ অভিনেতা। তিনি আত্মবিশ্বাসী‌, তিনি জানেন তার কাজটা ভালোমতো করেছেন তিনি আর জানেন দর্শক তার পাশে আছেন। তিনি এও মনে করেন যে, যারা তাঁর অভিনয় পছন্দ করেন তারা নিরাশ হবেন না।

আরও পড়ুন: গাড়ির ওপর ভেঙে পড়ে বড় গাছ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন মিঠাই সিরিয়াল এর অনন্যা গুহ

এই ফিল্মের শুটিং দেরাদুনে হয়েছে। শন‌ও একসময় নৈনিতালের স্কুলে পড়তেন, কিন্তু শুটিং করতে গেলেও শুটিংয়ের টাইট শিডিউলের জন্য সময় বার করে নিয়ে স্কুলে যাওয়া সম্ভবপর হয়নি অভিনেতার পক্ষে।

Related Articles

Back to top button