নায়ক না হয়েই, পার্শ্বচরিত্রের অভিনয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন ছোট পর্দার এই ৫ অভিনেতা

অভিনয় জগতে প্রবেশের পর নায়কের বা হিরোর চরিত্রে অভিনয়ের সাধ প্রায় কম বেশি সব অভিনেতা দেরই থাকে। তার অবশ্য কিছু কারণও রয়েছে, নায়কের অভিনয়ের ক্ষেত্রে দর্শকের মন জেতা যায় সহজে আবার এই প্রধান নায়ক না নায়িকার চরিত্র দিয়েই তো নাকি একটি চলচ্চিত্র গড়ে ওঠে। তবে তার কিন্তু ব্যতিক্রমও রয়েছে। একটি ধারাবাহিকে তো আর কেবল নায়ককে দিয়েই চলে না তার সাথে বহু পার্শ্ব চরিত্র অভিনয় করে থাকেন তাঁদেরও কিন্তু সমান গুরুত্ব থাকে ধারাবাহিকের ক্ষেত্রে।
আবার এইসব ধারাবাহিকে এমন কিছু পার্শ্ব চরিত্র থাকেন যাঁরা খুব সহজেই তাঁদের অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কেড়ে ফেলেন। দর্শক কিন্তু বেশ ভালোবেসে ফেলে ওই সব চরিত্র গুলিকে আর এর মাধ্যমেই তো তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে। আজকের প্রতিবেদন কিন্তু সেইসমস্ত পার্শ্বচরিত্রদের নিয়ে যাঁরা তাঁদের অভিনয় কুশলীতে মন জয় করেছে দর্শকদের। বাংলা ধারাবাহিকের এই সব বিখ্যাত কিছু পার্শ্ব চরিত্র যাদের ছাড়া দর্শকরা কিন্তু মোটেই দেখতে পছন্দ করেন না তাঁরা হলেন, চন্দন সেন, অম্বরীশ ভট্টাচার্য, সৌরভ চট্টোপাধ্যায়ের মতো সব প্রতিভাবান কলা কুশলীরা।
১) সৌরভ চট্টোপাধ্যায় – বাংলার ধারাবাহিকের দর্শকের সবথেকে পছন্দের তালিকায় যাঁর নাম উঠে আসে তিনি হলেন জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই ‘ এর এক অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। বর্তমানে টিআরপি এর হিসেবে এমনিতেই ‘মিঠাই’ সিরিয়ালটি বেশ ওপরের দিকেই রয়েছে। আর এই ধারাবাহিকের মোদক বাড়ির জামাই শ্রীনন্দার স্বামীর চরিত্রে অভিনয় করছেন সৌরভ। দর্শকরা তাঁকে অবশ্য ‘রাজীব’ নামেই অধিক চেনেন। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তীব্র টান তাঁকে আর পাঁচজনের মতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার করে তুলতে পারেনি তাইতো অভিনয়ের জগতে এসেই নিজের ইচ্ছে পূরণ করেছেন তিনি। ধারাবাহিকে নিজের অভিনয় গানে সৌরভ কিন্তু দর্শকের মনের কাছের মানুষ হয়ে উঠেছেন ধীরে ধীরে।
View this post on Instagram
২) অম্বরীশ ভট্টাচার্য – এই ব্যক্তি কিন্তু কেবল ছোটপর্দায় সীমাবদ্ধ তা মোটেই নয় , অভিনয়ের মাধ্যমে তিনি বড়ো পর্দার ক্ষেত্রেও অভিনয়ের সুযোগ পেয়েছেন এমনকি বেশ প্রশংসাও কুড়িয়েছেন। বর্তমানে দর্শকের পছন্দের মানুষ তিনি, স্টার জলসার ‘খড়কুটো’ সিরিয়ালে পটকা চরিত্রে অভিনয় করছেন। এক সহজ সরল অভিনয় গুণে যেনো মাতিয়ে রাখেন তিনি। তাই তো দর্শকের মনে তাঁর জায়গা বিশাল।
View this post on Instagram
৩) চন্দন সেন – সেরা পার্শ্ব চরিত্রের বিচারে যাঁর কথা না বললে অসম্পূর্ণ থেকে যায় তিনি হলেন চন্দন সেন। জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’ তে সৌজন্যর বাবার ভূমিকায় তাঁর অসাধারণ সাবলীল অভিনয় সাথে রসবোধ নিমেষেই যেনো মন জয় করে নিয়েছে দর্শকের। অভিনয়ের মাধ্যমে দর্শকদের আনন্দ দিলেও , নিজে যে দীর্ঘ ১১ বছর যাবত ক্যানসার নামক মারণ ব্যাধির সাথে লড়াই করেছেন তাঁকে দেখে বোঝার উপায় নেই। নিজের মনের জোর আর অভিনয়ের প্রতি অমোঘ আকর্ষণে তিনি আজও সমানভাবে অভিনয় করে সবাইকে আনন্দ দিয়ে চলেছেন।
৪) দেবোত্তম মজুমদার – বাংলা ধারাবাহিকে একজন বেশ হ্যান্ডসাম অভিনেতাই বলা যায় তাঁকে। দর্শকের কাছে বেশ সুপরিচিত মুখ তিনি। বর্তমানে ‘ খড়কুটো ‘ ধারাবাহিকে ঋজুর ভূমিকায় তাঁর অভিনয় বেশ মন কেড়েছে দর্শকদের।
View this post on Instagram
৫) রাহুল ব্যানার্জী – নামটা শুনলেই বোধহয় দর্শকের মন এই অভিনেতার প্রতি এক অন্যরকম টান অনুভূত হয়। যিনি অভিনয় গুণে বড়ো পর্দা ছোট পর্দা মিলিয়ে বেশ জনপ্রিয় একজন অভিনেতা হিসেবেই পরিচিত। ‘দেশের মাটি’ ধারাবাহিকের অভিনয় শেষের পরেও দর্শক যে এখনও রাজা মাম্পি জুটিকে মিস করেন তা বেশ বোঝা যায়। রাজার চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় ব্যানার্জী যিনি অভিনেতা হিসেবে একেবারে সুপারহিট।
View this post on Instagram