সিরিয়াল

সারেগামাপার মঞ্চে বিস্ময়কর ৭ বছরের বালক! ছোট্ট স্বর্ণাভর গলায় অসাধারন গান শুনে মুগ্ধ বিচারকেরা, পা ছুঁয়ে নমস্কার করলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও

কিছু কিছু মানুষ থাকেন যাদেরকে দীর্ঘদিনের প্রস্তুতির ফলে নিজেদেরকে তৈরি করতে হয় আর কিছু কিছু মানুষ থাকেন যারা জন্ম থেকেই প্রতিভা সম্পন্ন হয়ে জন্মান। তাদের আলাদা করে নিজেকে প্রস্তুত করতে হয়না তারা নিজেরাই হন রত্ন। ছোট থেকেই যাদের মধ্যে প্রতিভার বিকাশ লক্ষ্য করা যায় আর এই সমস্ত প্রতিভা সম্পন্ন মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে ক্রিয়েটিভ কাজ করে থাকেন। কখনো দেখা যায় প্রতিভা সম্পন্ন এই মানুষেরা কোন নতুন ব্যবসা খুলেছেন, কেউ আবার গানের জগতে নতুন কোন ঘরানার সৃষ্টি করেছেন, কেউ বা নতুন কোনো রেকর্ড করেছেন নৃত্যের ক্ষেত্রে, কেউ বা পাহাড় ট্রেকিং করে রেকর্ড সৃষ্টি করেছেন।

আরও পড়ুন: নীল ভট্টাচার্য ৭০ জন দু্ঃস্থ শিশুর সাথে পালন করবেন জন্মদিন! স্বামীর জন্মদিনে লক্ষ লক্ষ টাকার আইফোন ১৩ উপহার দিলেন তৃণা

তবে প্রতিভা সম্পন্ন এই সকল মানুষগুলোর বিষয়ে আগে সেভাবে অতটা জানা যেত না বর্তমানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইট বিভিন্ন ধরনের রিয়েলিটি শো এর কারণে প্রতিভা গুলি মানুষের সামনে উঠে আসে। ঠিক যেমন নাচের একটি অনুষ্ঠান হয় ডান্স বাংলা ডান্স যেখানে নৃত্যকলায় পারদর্শীরা উঠে আসেন আবার গানের অনুষ্ঠান হয় সারেগামাপা, সুপার সিঙ্গার ইত্যাদি। এই সকল জায়গায় দেখা যায় সংগীতে পারদর্শী মানুষরা উঠে আসেন আবার মীরাক্কেলের মত কিছু শো তৈরি হয়, যেখানে কিছু কমেডি ক্যারেক্টার জনপ্রিয় হয়ে উঠে আসেন। সোশ্যাল মিডিয়া এই প্রতিভা সম্পন্ন মানুষ গুলোকে রাতারাতি আমাদের চোখের সামনে তুলে ধরে‌। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে এ রকমই একটি বিস্ময়কর বালক এর প্রতিভা ফুটে উঠল।

জি বাংলার তরফ থেকে সম্প্রতি একটি প্রোমো প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জি বাংলা সারেগামাপা গ্র্যান্ড অডিশন এর মঞ্চে গান শোনাতে এসেছে সাত বছরের একজন বিস্ময়কর বালক। যার নাম স্বর্ণাভ। ঢোল বাজাতে বাজাতে সে গান গাইছে,‘মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে।’তার এই গান শোনার পর বিচারক শান্তনু মৈত্র বলেছেন-‘এত বছর সারেগামাপা এর মঞ্চে থেকেও আমি এরকম প্রতিভা দেখিনি’, আর একজন বিচারক আবার বলেছেন,‘এরকম তাল লয়ের সেন্স এটা ঈশ্বরেরই দান।’

আরও পড়ুন: আসল বাঙালি হওয়ার পরিচয় দিলেন অরিজিৎ সিং! ন্যাশনাল টিভি চ্যানেলে একের পর এক লতা মঙ্গেশকরের বাংলা গান গাইলেন অরিজিৎ, মুগ্ধ হয়ে গিয়েছেন শ্রোতারা

১১ ই জুন থেকে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটায় জি বাংলায় আসতে চলেছে জি বাংলা সারেগামাপা। দেখতে ভুলবেন না সাত বছরের বিস্ময়কর বালক এর এই প্রতিভা।

Related Articles

Back to top button