সিরিয়াল

মালা বদলের সময় সমরেশ কে ঠেলা মেরে সরিয়ে দিয়ে বুবাইয়ের সাথে বিয়ে হয়ে গেলো দেবীণার! লীনা গঙ্গোপাধ্যায়ের ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে নতুন টুইস্ট

ধারাবাহিকে গল্প মানেই সেখানে বেশ মশলাদার গল্পের মোড় না থাকলে কি আর সেই গল্প মানায়। আর সেভাবেই এগিয়ে চলে প্রতিটি গল্পের কাহিনী। এবার আয় তবে সহচরী নামের জনপ্রিয় ধারাবাহিকে এলো বড়সড় টুইস্ট। লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই ধারাবাহিকে প্রথম দিক থেকে শাশুড়ি বৌমার মধ্যে এক সুন্দর বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে গল্প নতুন চমক আসে পরকীয়া। যেখানে সমরেশের ছাত্রীর সাথে তার পরকীয়ার সম্পর্ক দেখানো হতে শুরু করে। তবে গল্পের এই নতুন সংযোজন খুব একটা পছন্দ করেনি দর্শকরা। সহচরীর বারবার হেনস্থা হওয়ার ঘটনা দেখে অনুরাগীরা বেশ রেগেই যাচ্ছিলেন। অনেকে আবার এই ধারাবাহিক কে শ্রীময়ীর সাথে তুলনা করেছিলেন। সহচরী সেনগুপ্ত সিঁদুর মুছে ফেলে বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন একসময়।

আরও পড়ুন: জন্ম না দিয়েও মা! ৫ মাসে মাতৃহারা পরাণকে স্তন্যপান করিয়ে বড় করেন পিসি!

তারপরেই গল্পের আবার এক নতুন অধ্যায় শুরু হয় যেখানে দেবিনা প্রকাশ্যে নিয়ে আসে তার মা হওয়ার খবর। সে জানায় সে সমরেশের মা হতে চলেছে। যে কারণে সহচরীর সাথে সমরেশের বিচ্ছেদ ঘটানোর জন্য একেবারে উঠে পড়ে লাগে সে। সে সমরেশকে সবসময় বিয়ের জন্য চাপ দিতে থাকে। অন্যদিকে তারা যে ডিভোর্সের জন্য প্ল্যান করেছিল সেই প্ল্যান পরে ভেস্তে যায় যখন তারা জানতে পারে যে আসলে সমরেশের সাথে সহচরীর বিচ্ছেদ টা আদৌ হয়নি। উকিল টাকা নিয়ে মিথ্যে কথা বলেছিল। তবে এই পর্যন্ত হওয়ার পর মাঝে একটি প্রোমো সামনে এসেছিল যেখানে সমরেশ আবার নতুন করে ফিরে আসতে চেয়েছেন সহচরীর কাছে যা দেখে কিছুটা হলেও স্বস্তি ফিরেছিল দর্শকদের।

এবার যে পর্ব সামনে এসেছে সেই ভিডিও দেখে একেবারে চোখ ছানাবড়া হয়েছে দর্শকদের। এর মধ্যে একটা উত্তেজনা ছিল সমরেশ আর দেবিনার বিয়ে হবে নাকি হবেনা। কারণ যদি হতো তাহলে এইভাবে সমরেশের ফের সহচরির কাছে ফিরে যাওয়ার ভিডিও দেখানো হতো না।

আরও পড়ুন: বাবা ডেলিভারি বয়, মেয়ে প্রকাশ্যে রাস্তায় সংবাদমাধ্যমের সামনে গান গেয়ে সকলের মন জয় করলেন খুদে কন্যা, ভাইরাল সেই ভিডিও

সেই জল্পনাই সত্যি হলো অবশেষে। বুবাইয়ের সঙ্গে বিয়ে হতে পরে দেবিনার এই কথা অনেকেই আন্দাজ করেছিল। নতুন ভিডিওটিতে দেখা হলো হঠাৎ করেই মালাবদলের সময় কোথা থেকে আবির্ভাব ঘটলো বুবাইয়ের তারপরেই গল্পের মোড় একেবারে ঘুরে গিয়েছে। বুবাইয়ের গলায় মালা দিয়ে ফেলল দেবিনা।এমনকি বুবাইয়ের হাত থেকে কপালে সিঁদুরও দেবিনা। গোটা ঘটনায় সবাই একেবারে চমকে গিয়েছে। এরপরে ঠিক কি ঘটতে চলেছে দেখার জন্য অপেক্ষা করতে হবে।

Related Articles

Back to top button