সিরিয়াল

দিদি নম্বর ওয়ানের মঞ্চে সকলের সামনে হাটে হাঁড়ি ভাঙলেন অভিনেতা সৌরভ দাসের বোন! মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করতেন পর্দার মহিষাসুর

সৌরভ দাস, বর্তমানে টলিউডের এক জনপ্রিয় নাম। নিজের অভিনয় দক্ষতার উপর দিয়ে দিয়ে বাংলার দর্শককে মাতিয়ে রেখেছেন তিনি। শুধু ছোট পর্দা নয় বড় পর্দা থেকে ওটিটি প্লাটফর্ম সর্বত্র দাপিয়ে কাজ করছেন এই অভিনেতা। তাঁর অভিনয়ের গুণে দর্শক মন্ত্রমুগ্ধ। কিছুদিন আগেই জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ানে এসেছিলেন অভিনেতা সৌরভ দাস আর তাঁর বোন অরুনিমা দাস। এর আগেও অভিনেতা তাঁর মাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন দিদি নম্বর ওয়ান এর মঞ্চে। সেবার অভিনেতার মা এসেও অভিনেতা সম্পর্কে অদ্ভুত সব গল্প বলে যান। এবার অভিনেতার বোন এসেও একই কাজ করলেন।

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই আসেন নিজেদের জীবন যুদ্ধের গল্প দর্শকের সাথে ভাগ করে নিতে। আর তারই ফাঁকে জীবনের কিছু মজার ঘটনা বলে আনন্দে হাসিতে মেতে ওঠেন সকলে। এদিন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে সৌরভ দাস এবং তাঁর বোন অরুণিমা দাস আসেন প্রতিযোগী হিসেবে খেলতে। সেখানেই নিজেদের বাস্তব জীবনের কিছু মজার ঘটনা বললেন তাঁর বোন। সেখানেই অভিনেতার বোনের মুখ থেকে ফাঁস হয়ে যায় অভিনেতার ছোটবেলার রহস্য। এদিন হাটে হাঁড়ি ভেঙেছেন অরুনিমা। মায়ের ব্যাগ থেকে টাকা চুরির গল্প সঞ্চালিকা থেকে ধর্ষক সকলের সামনে বলে দিয়েছিলেন তিনি।

অভিনেতার বোন অরুনিমা বলেন, “ছোটবেলায় দাদা আমাকে হঠাৎ স্কুল থেকে বার করে বিরিয়ানি এবং কোকো কোলা খাওয়াতো। আমি কখনো ওকে প্রশ্ন করতাম না যে ও কোথা থেকেই টাকা পাচ্ছে।দাদা আমাকে হাফপ্লেট বিরিয়ানি খাওয়াতো। কিন্তু দিনের পর দিন এমন চলতে থাকতে হঠাৎ মা দেখলো মায়ের পার্স থেকে টাকা কমতে থাকছে। আর এখন বড় হয়ে নৈতিকতা বোঝাচ্ছে।” এসব বলা থেকে অনেক চেষ্টা করেও বোনকে আটকাতে পারেনি সৌরভ। সবটা শুনে সঞ্জালিকা থেকে দর্শক সকলেই হেসে লুটোপুটি খেয়েছেন।

প্রসঙ্গত ২০১৩ সালের জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “বয়েই গেলো” এর হাত ধরে অভিনয় জগতে পদার্পণ করেন অভিনেতা। কিন্তু তারপর শুধু থেমে থাকেননি অভিনয় এর ছোট পর্দাতে। কাজ করেছেন বড় পর্দার বহু সিনেমায়। যেমন সম্প্রতি সৌরভকে দেখতে পাওয়া গেছে আবির চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা অভিনীত “কর্ণসুবর্ণের গুপ্তধন”এ। এবং সম্প্রতি মুক্তি পাওয়ার পরিচালক পাভেলের ছবি “কলকাতা চলন্তিকায়”এ। এছাড়াও অভিনেতার ঝুলিতে আছে “চরিত্রহীন”, “মন্টু পাইলট”, “কামিনী”র মত একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ।

Related Articles

Back to top button