সিরিয়াল

এক ঝাক তারকা জুটির মধ্যে Ismart jodi জিতলেন গদাই ওরফে সৌরভ ও তার স্ত্রী সুস্মিতা, থার্ড রানারআপ হয়েও দর্শকের পছন্দ রাজা-মধুবনী

স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ইসমার্ট জড়ি। গত রবিবার ৩১ শে জুলাই ছিল এই নন ফিকশন শো এর গ্র্যান্ড ফিনালে। জনপ্রিয় এই রিয়ালিটি শো টি বেশ কয়েক মাস আগেই শুরু হয় স্টার জলসায়। এক ঝাঁক তারকা ও তাদের জীবনসঙ্গীর সাথে জীবনের সমস্ত গল্প নিয়ে এই শোটি আসে ছোট পর্দায়। তারকা জীবন নিয়ে কৌতুহলী দর্শকদের কাছে খুব শীঘ্রই মন জয় করে নিতে পেরেছিল এই শো।

গতকাল অনুষ্ঠিত হওয়া এই শো এর বাম্পার ফিনালেতে বিজয়ী হন ছোট পর্দার গদাই ঠাকুর ওরফে সৌরভ এবং তার স্ত্রী সুস্মিতা। শুধু যে ইসমার্ট জড়ির ট্রফি হাতে পেলেন তাই নয় সাথে পেলেন একটি হীরের নেকলেস ও এক লাখ টাকা। এই দিন ফার্স্ট রানার আপ হন গায়ক অনিক ও তার স্ত্রী দেবলীনা। সেকেন্ড রানার আপ অর্থাৎ তৃতীয় স্থান অধিকার করলেন রাজা মধুবনি। যদিও দর্শকদের পছন্দে অর্থাৎ “Popular Choice Best Jodi based on the viewers’ votes” হলেন রাজা মধুবনি।

এই দিন শো এর এক ঝাঁক তারকা পার্টিসিপেন্টেরা ছাড়াও ছিলেন একগুচ্ছ তারকা। বিশেষ অতিথির স্থানে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক শান ও তার স্ত্রী রাধিকা। আবার উপস্থিত ছিলেন টলিউডের মহানায়ক পুরস্কারপ্রাপ্ত দেব ও রুক্মিণী মৈত্র। নিজের সুরেলা কন্ঠে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন শান। আবার অন্যদিকে দেব ও রুক্মিনীর অসাধারণ পারফরম্যান্স দর্শকদের মন ভরিয়ে দেয়। জনপ্রিয় অভিনেত্রী তথা বর্তমানে “ডান্স ডান্স জুনিয়র ২” এর বিচারক মনামি ঘোষ সেদিন উপস্থিত হয়েছিলেন ডান্স রিয়েলিটি শো এর প্রোমোশনের জন্য। আর তার পারফরম্যান্স মানেই দুর্দান্ত, স্টেজ কাঁপানো।

প্রসঙ্গত অভিনেতা সৌরভ জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমনি সূত্রে গদাই চরিত্রে অভিনয় করে অনেক আগেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। এবার আবারো একবার বিজেতা হয়ে দর্শকদের নজর কাড়লেন অভিনেতা। প্রসঙ্গত এই শোতে প্রথমে অংশগ্রহণ করেছিলেন মোট ১০টি জুটি। যদিও এরপরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেয় আরো ২ টি জুটি। এদের মধ্যে মাত্র ৬ জন পৌঁছেছিলেন ফাইনাল লিস্টে। এরা হলেন, সুদীপ মুখোপাধ্যায়-পৃথা, অনীক ধর-দেবলীনা, সৌরভ সাহা-সুস্মিতা, ভরত কল-জয়শ্রী, রাজা গোস্বামী-মধুবনী আর নতুন দম্পতি অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। তবে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ছোট পর্দার রামকৃষ্ণ ওরফে সৌরভ – সুস্মিতা।

Related Articles

Back to top button