“কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগেছিলাম”- দিদি নং ওয়ানের মঞ্চে এসে জানালেন অভিনেত্রী অনামিকা সাহা!

অনামিকা সাহা একসময় বাংলা সিনেমা জগতের অন্যতম মহিলা ভিলেন ছিলেন। তার অভিনয় দিয়ে মানুষের মনে রীতিমতন আতঙ্ক তৈরি করতে পারতেন তিনি, তা দর্জাল শাশুরী হোক কিংবা লেডি ডন অনামিকা সাহার অভিনয় দক্ষতায় উঠে এসেছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঘাতক এর মতন সিনেমা ঘাতক এর বিন্দু মাসির চরিত্রে তিনি ছাপিয়ে গিয়েছিলেন সমস্ত পুরুষ ভিলেনদেরকে। আবার কখনো তাকে দেখা গিয়েছে স্নেহময়ী মায়ের চরিত্রে অভিনয় করতে। এক কথায় অভিনেত্রী অনামিকা সাহা হলেন একজন বহুমুখী প্রতিভাধর অভিনেত্রী।
অভিনয় জগতে এসে করতে হয়েছিল নিজের পরিচয় পরিবর্তন। ঊষা হয়ে ওঠে অনামিকা। নিজের গায়ের কালো রং এর জন্য অভিনেত্রীকে ছোটবেলা থেকেই শুনতে হয়েছে বহু কটু কথা। একটা সময় পড়তেন কলকাতার স্কটিশ চার্চ কলেজে তখনই মঞ্চে নাটক দিয়ে শুরু করেছিলেন অভিনয় জীবন। তারপরই এক পরিচালকের নজরে আসেন অভিনেত্রী, পান নিজের প্রথম ছবি ‘আশার আলো’। আর তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে কুড়িয়েছেন প্রশংসা। তবে মাঝে দীর্ঘদিন ছবির জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। এবার ফের অভিনয়ের জগতে ফিরেছেন তিনি। সেই অভিজ্ঞতাই শেয়ার করে নিতে অভিনেত্রী হাজির হয়েছিলেন এবার দিদি নং ওয়ানের মঞ্চে।
মাঝে মাঝে রচনা ব্যানার্জীর সঞ্চালনার শো দিদি নং ওয়ানের মঞ্চে সেলিব্রিটিদের উপস্থিতি দেখা যায়। মঞ্চে তাঁরা হাজির হয়ে ব্যক্তিগত জীবন থেকে অভিনয় জীবন সব নিয়েই কথা বলে থাকেন। এবারে নতুন ধারাবাহিক, ‘ লালকুঠি ‘ র টিম নিয়ে হাজির হয়েছিলেন এই শো এর মঞ্চে। যেখানে প্রথমেই রচনা অভিনেত্রী অনামিকা সাহাকে যখন জানতে চান তিনি কেমন আছেন, তিনি জানিয়েছেন, কাজের মধ্যে থাকলেই তিনি ভালো থাকেন, মাঝে কিছুদিন কাজ না থাকার কারণে তিনি কিছুটা মানসিক অবসাদে ভুগেছেন বলেও জানিয়েছেন। অভিনেত্রীর মেয়ের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বেশ গর্বিত মায়ের মত জানিয়েছেন, অভিনেত্রীর মেয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং অশোকা বিশ্ববিদ্যালয় দুটোতেই অধ্যাপনার দায়িত্বে রয়েছেন।
মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী রচনা ব্যানার্জী কে মেয়ের সম্পর্কে আরও একটি সুখবর দিয়েছেন। তাঁর মেয়ে রাই যে গবেষণার জন্য থিসিস লিখেছিলেন সেই থিসিস সারা বিশ্বে মনোবিদ্যার ক্ষেত্রে পড়ানো হয়ে থাকে। সেইসঙ্গে তিনি সদ্য মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়ে এসেছেন দিল্লিতে গিয়ে এও জানিয়েছেন। দিদি নং ওয়ানের শো তে খেলা থাকবেনা তাই কি হয়। কথার শেষে খেলার পালা আসে তখন ফুচকা খাওয়ার পালায় এক মিনিটে অনামিকা সাহা ৬ টি ফুচকা খেয়ে ফেলেন। এভাবেই এই দিনের এপিসোড জমে উঠেছিল।