কাজ জানে না, কথা বলতে পারে না অথচ নায়ক-নায়িকা! ছোটপর্দায় একঘেয়ে চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়, জানালেন নিজের অভিজ্ঞতার কথা

টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। দীর্ঘ l ১৮-১৯ বছর তিনি টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। শুধুমাত্র বড় পর্দায় নয় ছোটপর্দাতেও ধারাবাহিকে তার দুর্দান্ত অভিনয় দর্শকের নজর কেড়েছে বারবার। তবে এবারে ধারাবাহিকে অভিনয় করতে করতে ক্লান্ত অভিনেত্রী প্রতিবার একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে রীতিমতো বিরক্ত বোধ করছেন অভিনেত্রী। শেষ তাকে দেখা গিয়েছিল জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে। সেখানে যমুনার শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন। তবে এবারে ধারাবাহিক থেকে বেশ কিছুদিনের জন্য বিরতি নিতে চান তিনি।
এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি নিজের ভিতরের সমস্ত রাগ, ক্ষোভ, দুঃখ প্রকাশ করেছেন। তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন শেষ ১৮ বছর ধরেই একই ধরনের চরিত্রে অভিনয় করে আসছেন তিনি তাদের বয়সী অভিনেত্রীদের এখন শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা যায়, সেটা ভালো হোক বা খারাপ। আর এই এক গেয়ে চরিত্রে অভিনয় করতে করতেই তিনি ক্লান্ত। তিনি আরো বলেন বর্তমান সময়ে আর সিরিয়ালের গল্প গুলোতে আলাদা করে আর কোনো আকর্ষণ নেই। সব এক গল্প। কয়েক বছর আগে যখন তারা টেলিভিশনে কাজ করতো তখন বড়পর্দার চেয়ে ছোটপর্দায় মানুষের আকর্ষণ অনেক বেশি ছিল।
দেবযানীর কথায় এখন যে কেউ টেলিভিশনের পর্দায় অভিনয় করতে পারে। যারা কিছু জানে না, কথা বলতে পারে না, ঠিক করে উচ্চারণ করতে পারে না, অভিনয় টুকুও ঠিক মতন জানে না তারাও মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পায়। অথচ যারা যোগ্য সত্যিকারে শিল্পী, কাজ খুঁজছেন তারা কেউ কাজ পাচ্ছেন না।
অভিনেত্রীর কথায় তাকে কখনোই সেভাবে স্ট্রাগল করতে হয়নি। কিন্তু পিছনে ফিরে তাকালে তার মনে হয় একজন অভিনেত্রী হিসেবে তার অবদান কি? তাই বর্তমানে বেশ কিছুদিন ছোটোপর্দা থেকে দূরে থাকতে চান তিনি। OTT এবং বড়পর্দায় কাজ করার ইচ্ছে আছে এখন। সেখানে অন্তত তার বয়সী অভিনেত্রীরা অন্যান্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান।