“একটা সময় কেঁদে ফেলতাম” – অকপট নবাব নন্দিনী সিরিয়ালের নায়িকা ইন্দ্রানী, মুখ খুললেন অভিনেত্রী

জি বাংলা থেকে স্টার জলসা প্রত্যেকটি বিনোদন মাধ্যমে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইতে মেতে উঠেছে বিনোদন মাধ্যম। বেশ কিছু বার পিছনে ফেলে এগিয়ে গিয়েছে স্টার জলসার থেকে। এই ভাবেই এগিয়ে যাওয়া ও পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে বহু পরিবর্তন করা হয় চ্যানেলের ধারাবাহিকে। কখনো ধারাবাহিকের স্লট পরিবর্তন করা হয় আবার কখনো আনা হয় নতুন ধারাবাহিক। তেমনি আসতে চলেছে এক নতুন ধারাবাহিক “নবাব নন্দিনী”। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র নন্দিনীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ইন্দ্রানী পাল। ইন্দ্রানীকে আমরা এর আগে দেখেছি বরনে তিথির চরিত্রে। কিন্তু আজকের এই সফলতা এর আগের কিছু স্ট্রাগলের ফল। একটা সময় অভিনেত্রীকে কেঁদে ফেলতে হতো জীবনের নানান ওঠা পড়ার কারণে।
বরণ ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশন জগতে আসেন ইন্দ্রানী। তাকে দেখেই বোঝা যায় তিনি একটি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাঙালি মেয়ে। বরণের হাত ধরে টেলিভিশন জগতে আসলেও অল্প কয়েক দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। তাই আবারো আরেকবার নবাব নন্দিনীর হাত ধরে পর্দায় ফিরছেন ইন্দ্রানী।
আসলে অভিনেত্রী ইন্দ্রানী পাল পুরুলিয়ার কন্যা। সেখান থেকে কখনো তিনি তার মা বাবা ছাড়া কোথাও যাননি। তার বাবাও চাইতেন মেয়ে পুরুলিয়ার মধ্যেই কাজ করুক।কিন্তু তার অভিনয়ের প্রতি একটা ভালোবাসা তার কাজের প্রতি নিষ্ঠা ছিল। তাই সেই সময়টাকেই কাজে লাগিয়েছিলেন তার ইঞ্জিনিয়ারিং পড়ার চার বছরকে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সূত্রে পুরুলিয়া থেকে বাবা-মাকে ছেড়ে কলকাতায় আসতে হয় অভিনেত্রীকে। পড়াশোনার পাশাপাশি সেই সময়টুকু তিনি কাজে লাগান অভিনয় জগতে পদার্পণের জন্য। অভিনেত্রী এমনও বলেছেন বাইরে বাজার থেকে শুরু করে সমস্ত কিছু নিজের একা হাতে করতে হতো। কখনো কখনো বাড়ির কথা ভেবে কেঁদেও ফেলতেন তিনি। কিন্তু এত সবের পরেও থেমে থাকেননি। অভিনয়ের প্রতি ভালোবাসা ও নিজের কাজের প্রতি নিষ্ঠা রেখে পড়াশোনার পাশাপাশি চালিয়ে গেছেন অভিনয়। এখন তার অভিনয় দেখে তার কাজের প্রতি নিষ্ঠা দেখে বাবা মা দুজনেই খুব খুশি মেয়ের অভিনয়ে।
সম্প্রতি তার দ্বিতীয় ধারাবাহিক “নবাব নন্দিনী” সম্প্রচারিত হতে চলেছে ৮ ই আগস্ট থেকে। কাজের প্রতি অভিনেত্রীর ভালোবাসা এতটাই যে তিনি বরণের পর খুব বেশিদিন ব্রেক নেননি। এক সাক্ষাৎকার অভিনেত্রী জানিয়েছিলেন ছোট থেকেই তার অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল। বরণ শেষ হবার পর নবাব নন্দিনী স্ক্রিপ্ট পড়ে নন্দিনীর চরিত্র তাকে এতটাই প্রভাবিত করেছিল যে অল্প কয়েকদিনের ছুটি কাটিয়েই আবার স্বমহিমায় কাজ শুরু করেন অভিনেত্রী। ইন্দ্রাণীর অনুরাগীরা আবার তাদের প্রিয় অভিনেত্রীকে দেখতে পাবেন পর্দায়।