সিরিয়াল

‘না পারে গান, না পারে রান্না’! রান্নাঘরে চিকেন রহস্য বানাতে গিয়ে নুন দিতে ভুলে গেলেন ইন্দ্রানী হালদার! হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

কিছুদিন আগে খোলা মঞ্চে গান গাইতে উঠেছিলেন তিনি। কিন্তু সেখানে তার গান শুনে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছিল এবং তুমুল সমালোচনার শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। এবার আরো একবার জি বাংলার রান্নাঘর অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন রকমের এক রান্না করতে গিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হল টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। প্রসঙ্গত সুদীপা চট্টোপাধ্যায় সঞ্চালিত রান্নাঘরের অতিথি হিসেবে মাঝেমধ্যেই বিভিন্ন টলিউডের পরিচিত মুখেরদের উপস্থিত হতে দেখা যায়।

তেমনি উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। তিনি বানানোর চেষ্টা করেছিলেন একটি চিকেনের পদ, যার নাম চিকেন রহস্য। কিন্তু এরপর রান্না করতে গিয়ে অভিনেত্রী খাবারে নুন দিতে ভুলে যান। বলাই বাহুল্য সেই দৃশ্য দেখার পর সমালোচনা করার সুযোগ ছাড়েননি, নেট দুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশ।

অভিনেত্রীর গানের অনুষ্ঠানের কথা তুলে তারা জানিয়েছেন অভিনেত্রী গানের পাশাপাশি রান্নাটাও ঠিক মত করতে পারেন না। সব মিলিয়ে এই মুহূর্তে চূড়ান্ত বিতর্কের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। তবে তিনি পাশে পেয়েছেন তার অনুগামীদের। তিনি যে নতুন রকম একটি রান্না করার চেষ্টা করেছিলেন সেই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন তার অনুগামীরা।

Related Articles

Back to top button