‘তুমি তো দেব এর জন্য এই জায়াগায় আছো’! শ্যুটিং এর প্রথম দিনের ভয়, নার্ভাসনেস শেয়ার করতেই তুমুল ট্রোল হতে হলো সুপারস্টার অভিনেত্রী রুক্মিণী মৈত্র কে

স্টার জলসা টেলিভিশন ইন্ডাস্ট্রির একটি অন্যতম বিনোদন মাধ্যম। সেখানের একটি জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়র। আর অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে “ডান্স ডান্স জুনিয়র সিজন ৩”। এর আগে দুটি সিজনে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল স্টার জলসার এই নন ফিকশন শো। মূলত খুদে নৃত্য শিল্পীদের নাচের ক্যারিয়ার শুরু হয় এই রিয়েলিটি শো থেকে।
বর্তমানে এই সিজনে আসতে চলেছে আরো বেশ কিছু খুদে নৃত্যশিল্পী। তাদের নাচের যথার্থতা বিচার করতে সেখানে থাকবেন তিনজন বিচারক। তারা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মি মৈত্র ও মনামি ঘোষ। এছাড়াও খুদে নৃত্য শিল্পীদের ট্রেনিং দেওয়ার জন্য থাকবেন তিনজন ক্যাপ্টেন। তৃণা সাহা, অভিষেক এবং দীপান্বিতা। এদের সহযোগিতায় বিভিন্ন নাচের পারফরম্যান্স ডান্স জুনিয়র এর মঞ্চে পারফর্ম করবেন খুদের নৃত্যশিল্পীরা। বিচারকের আসনে বসার প্রথম দিনের মনের কথা দর্শকদের সাথে শেয়ার করলেন বিচারক রুক্মিণী মৈত্র।
অভিনেত্রী বলেন, ” আজকে আমার ক্যারিয়ারের একটা ব্র্যান্ড নিউ চ্যাপ্টারের শুরু হতে চলেছে, বলতে পারো একটা নতুন যাত্রা নতুন করে শুরু হতে চলেছে। সেটার জন্য আমার আবার আপনাদের কাছ থেকে অনেক অনেক, প্রচুর প্রচুর আশীর্বাদ, ভালোবাসা এবং সাপোর্ট চাই।” এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে অভিনেত্রী খুবই থ্রি্ড উদ্যমী আর এনার্জিটিক ফিল করছিলেন তা তিনি নিজেও বলেছেন এবং তার কথাবার্তায় তা বোঝা যাচ্ছিল। এছাড়াও অভিনেত্রীর কথায় নাচের মহারথি দেব আর মানামির সাথে তিনি বিচারকের আসনে বসবেন। তা নিয়েও তিনি বলেছেন তিনি আশা করছেন যে তিনি তার স্থানকে তিনি জাস্টিফাই করতে পারবেন। এছাড়াও তিনি মনে করছেন ডান্স ক্যাপ্টেন দের সাথেও খুব হাসি মজা ঠাট্টা করে তারা কাজ করতে পারবেন। যদি অভিনেত্রী বলছেন তিনি নিজেও খুব নার্ভাস ফিল করছেন কারণ প্রথম দিন তার নিজেরও একটা ডান্স পারফরমেন্স আছে।
এ ছাড়াও অভিনেত্রী আরো বলেন যে যখন প্রথমবার ডান্স ডান্স জুনিয়র এর অফার অভিনেত্রীর কাছে আসে তখন তিনি খুব খুশি হন যে তাকে বেছে নেওয়া হয়েছে এমন একটি পদের জন্য। আরো একটা বিষয়ের জন্য অভিনেত্রী খুবই খুশি হন সেটি হল এই রিয়ালিটি শো এর মাধ্যমে তিনি বাংলার মেয়ে হয়ে বাংলার ঘরে ঘরে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও অভিনেত্রী মনে করেছেন যে অভিনেত্রীর মৈত্র কে দর্শক যথেষ্ট আশীর্বাদ ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু এবার দর্শক তাদের ঘরের মেয়ের রুক্মিণী চিনতে পারবেন। এছাড়াও অভিনেত্রী দর্শনের সাথে শেয়ার করেছেন তার মায়ের কথা। অভিনেত্রী মনে করেন তিনি ঘুম থেকে উঠে তার মায়ের মুখটা প্রথম দেখলে তার দিনটা ভালো যাবে। এমনকি তিনি যদি কাজের কারণে বাইরে থাকেন তাহলেও তিনি ঘুম থেকে উঠে আগে মায়ের একটি ছবি দেখেন। এছাড়াও অভিনেত্রী নিজের একটি গুডলাক চার্ম এর কথা স্বীকার করেছেন। জাত তিনি তার গলায় পড়েছিলেন এবং তিনি সেটি ভিডিওতে দেখান। এই গলার হারে ছোট্ট পেন্ডেন্ট এর মধ্যে লেখা রয়েছে রুখ স্টার। এই উপহারটিও তার মা তাকে দিয়েছিলেন। এছাড়াও তিনি খুব এক্সাইটেড ছোট ছোট বাচ্চাদের দেখার জন্য এবং তাদের আদর করার জন্য। (এখানে ক্লিক করে ভিডিও টি দেখুন)