‘প্রত্যেক বছর একজনকেই দুর্গা কেন বানান?’! অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ‘সিংহবাহিনী ত্রিনয়নী’ দেখে ক্ষুব্ধ দর্শকরা

প্রত্যেক বছর বাংলা সিরিয়ালের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় চ্যানেল গুলির মহালয়াতে মুখ্য ভূমিকায় কাকে দেখতে পাওয়া যাবে তা জানার জন্য। ইতিমধ্যে জি বাংলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবছরের মহালয়ার নামকরণ করা হয়েছে ‘সিংহবাহিনী ত্রিনয়নী’। এবং মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে।
প্রসঙ্গত এদিন চ্যানেলের পক্ষ থেকে প্রোমো ভাগ করে নেওয়া মাত্রই মুহূর্তে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কমেন্টের মাধ্যমে অনেকেই নিজেদের আপত্তি জানিয়েছেন গোটা বিষয়টির বিরুদ্ধে গিয়ে। এদিন দর্শকদের অনেকেই জানিয়েছেন নতুন কাউকে তারা দেখতে যান দুর্গা হিসেবে। প্রসঙ্গত এর আগে শুভশ্রী গাঙ্গুলীকে একাধিকবার দুর্গা রূপে দেখেছেন বাঙালি দর্শকরা।
তবে এদিন অভিনেত্রী তার পাশে পেয়েছেন অনুগামীদের। যারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন গোটা পর্বটি দেখার জন্য। পাশাপাশি অনেকেই মজা করে জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী দুর্গা হলে মহিষাসুর হিসেবে টলিউড সুপারস্টার দেবকে নেওয়া উচিত ছিল। তবে অভিনেত্রীর অনুগামীরা কিন্তু দারুন প্রশংসা করেছেন অভিনেত্রীর। তারা জানিয়েছেন দুর্গার রূপে, অসাধারণ লাগছে তাদের প্রিয় অভিনেত্রীকে। ইতিমধ্যেই অভিনেত্রী নিজেও জানিয়েছেন গোটা কাজটি নিয়ে দারুন উৎসাহিত ছিলেন তিনি।