সিরিয়াল

‘বুড়ি কেবল কচি সাজে’! ইস্মার্ট জোড়ির মঞ্চে দর্শকদের কড়া মন্তব্যের মুখোমুখি সোনালী

টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ সঞ্চালিত জনপ্রিয় শো ‘ইস্মার্ট জোড়ি’, এখানে রিয়েল লাইফের সব তারকা জুটিরা ভিড় করেন। ভাইরাল বাদাম কাকু ভুবন বাদ্যকর ও তার স্ত্রী থেকে শুরু করে জিতু কমল নবনীতা, সম্রাট ময়না প্রত্যেকেই উপস্থিত হয়েছিলেন এই মঞ্চে। তাদের জীবনের নানা রকম গল্প তারা শুনিয়ে গিয়েছেন এই মঞ্চে এসে। তারকাদের এই গল্প শুনতে শুনতে ক্রমশ হিট হয়ে উঠছে এই শো।

আরও পড়ুন: সোনার হৃদয় সলমনের! কঙ্গনার ধাকড় ছবির প্রশংসা করতেই নিন্দা ভুলে পাল্টা প্রশংসা করলেন কঙ্গনা!

তবে রিয়েলিটি শো তে ভালোর সাথে সাথে অনেক খারাপ অভিজ্ঞতার‌ও সম্মুখীন হতে হয় তারকাদের। অনেক সময় দর্শকরা এমন অনভিপ্রেত ঘটনার সাক্ষী হন, যা তাদের ধারণার অতীত হয়। আসলে মানুষ অনেক সময় নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে কথা বলতে শুরু করেন। আর তা যদি হয় তারকা তাহলে তো আর কথাই নেই! তারকাদের নানান রকমের আক্রমণ ও কটাক্ষ সহ্য করতে হয়। কেউ কেউ সেই সকল কটাক্ষ নীরবে সহ্য করেন, কেউ কেউ উপেক্ষা করেন, কেউ কেউ আবার হাসিমুখে উপযুক্ত জবাব দেন।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রিয়েল লাইফ জুটি সোনালীও রজত উপস্থিত হয়েছেন ইস্মার্ট জোড়ির মঞ্চে। অগ্নিপরীক্ষা ধারাবাহিক থেকে শুরু করে একাধিক ধারাবাহিকে অভিনয় করে টেলিপাড়ার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন সোনালী। এই মঞ্চে দর্শকদের কিছু মন্তব্যের মুখোমুখি হয়েছিলেন তারা। আসলে এই শো তে এমন একটা রাউন্ড আছে, যেখানে সকল জুটিদের জনতার প্রশ্নের সম্মুখীন হতে হয়! সেখানেই দর্শকদের পাঠানো একটি কড়া মন্তব্যের সম্মুখীন হলেন সোনালী ও রজত।

আরও পড়ুন: ‘অপরাজিত বানানোই অপরাধ!’ সত্যজিতের নন্দনে ব্রাত্য সত্যজিতের জীবনী, ক্ষুব্ধ হয়ে বললেন ছবির প্রযোজক!

ভিডিওতে দেখা যায় দর্শকদের লেখা প্রশ্ন জিৎ পড়ে শোনাচ্ছে এই জুটিকে। জায়েন্ট স্ক্রিনে হাজির হয় একটার পর একটা প্রশ্ন। প্রথমে একজন দর্শক লেখেন,“আমার দেখা সবথেকে কিউট জুটি” যা শুনে খুশি হয়ে যান সোনালী রজত। এরপর কড়া মন্তব্যের সম্মুখীন হতে হয় সোনালী আর রজতকে। কিন্তু খুব কৌশলের সাথে সেটাকে আয়ত্ত্বে আনেন তিনি। একজন দর্শক প্রশ্ন লেখেন, “একে তো বুড়ি তারপর কচি সেজে থাকে। বর তো তোর থেকে ছোটো রে সোনালী।” এই প্রশ্ন দেখে সঞ্চালক জিতের মুখ কালো হয়ে যায়। কিন্ত সোনালী হাসতে আসতে বলেন,“আপনি আশীর্বাদ করুন আমার ছেলে যখন আমার স্বামীর বয়সী হবে তখন ও যেন আমি এরকমই থাকতে পারি।”

Related Articles

Back to top button