
‘এক আকাশের নীচে’ ধারাবাহিকের নন্দিনীকে মনে থাকবেনা এমন বাংলা সিরিয়ালের ভক্ত বোধহয় খুব কম রয়েছেন। শাশ্বত চট্টোপাধ্যায় এর উল্টো দিকে অভিনয় করা অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায়ের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সবাই। কিন্তু হঠাৎ যেনো ছন্দপতন ঘটেছিল। অভিনয় থেকে এক টানা ছেদ , জনপ্রিয়তা সবে পেতে শুরু করার আগেই থেমে গিয়েছিল। এবার ফের দীর্ঘ ২৫ বছর পর ফিরছেন জিৎ চক্রবর্তীর ছবি , কথামৃত তে। এবার আনন্দবাজার অনলাইনের সামনে প্রকাশ্যে আনলেন অনেক অজানা কথা অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন কোনোটাই বাদ পড়ল না। ‘এক আকাশের নীচে’র চরিত্র নন্দিনী নিয়ে প্রশ্ন ওঠাতে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ওই ধারাবাহিক আজও সমান ভাবে গুরুত্ব পায় অনুরাগীদের কাছে, সেইসময় বিপুল জনপ্রিয়তা ছিল তবে নন্দিনীর জনপ্রিয়তা আজও কমেনি।
আরও পড়ুন: দেবদূত রতন টাটা! খারাপ হয়ে যাওয়া বিমান সেফ ল্যান্ডিং করিয়ে সকলের প্রাণ বাঁচিয়েছিলেন তিনি
দর্শকের সেই পছন্দের নন্দিনী যখন আজ নায়কের মায়ের ভূমিকায় ঠিক সেই ব্যাপারটা কিভাবে নিয়েছেন অভিনেত্রী অদিতি? এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, এই বদলটা ছবির জগতে বহুদিন আগেই এসেছে।বলিউডের উদাহরণ টেনে নিয়ে এসে তিনি বলেছেন, মা ও ছেলে সমবয়সী আবার বর্তমানে তাঁর সমসাময়িক বহু অভিনেতা অভিনেত্রী একইভাবে বিষয়টাকে মেনে নিয়েই অভিনয় করে চলেছেন। অভিনেত্রী আক্ষেপ করেছেন, এখন তো আর তিনি কোনো ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করতে সুযোগ পাবেন না। তাই শেষ পর্যন্ত একটা বয়সে পৌঁছে মেনে নিয়েছেন বিষয়টা। তারপরেই অভিনেত্রীকে রচনা ব্যানার্জীর প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলে, যে রচনা ব্যানার্জী তো কোনো পর্দায় মা নন, এখনও একই রকম জনপ্রিয়, সেখানে অভিনেত্রীর উত্তর, ভালো পারফরম্যান্স করে সে এগিয়ে চলেছে একইরকম ভাবে। তবে আক্ষেপ করেছেন, নিজে জীবন এরকম কোনো অফার তিনি পাননি।
জিৎ চক্রবর্তীর ‘কথামৃত’ ছবিতে ‘ অভিনয়ের মাধ্যমে অভিনেত্রীর আক্ষেপ কি কিছুটা কম হতে পারে, সেখানে অভিনেত্রীর স্পষ্ট উত্তর , তিনি ছোট পর্দার ভক্ত।বড়ো পর্দার কাজ আগেও ফিরিয়ে দিয়েছেন এই কারণে। তবে এবার জিৎ মাধ্যমে কথা বলেছেন যার মধ্যে মাত্র একদিন শুটিং এর কাজ হয়েছে এখনও দু দিন বাকি রয়েছে। দীর্ঘ ২৫ বছর পর বড়ো পর্দায় ফেরা সেখানে ভয় কাজ করেছে নাকি সেই প্রসঙ্গে জানিয়েছেন, কিছুটা রয়েছে ভয় তবে তাঁর কাছে ছোটপর্দা হলো তাঁর ঘরবাড়ির মত। তবে ভয় থাকলেও অভিনয় করে ভালো লেগেছে। এই ছবিতে তিনি কর্পোরেট লুকে থাকবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: ছেলেকে গেম খেলা শেখানো নিয়ে রাজ শুভশ্রীর ঝগড়া, ঝগড়া থামাতে এলেন পরমব্রত!
কৌশিক ব্যানার্জীর বিপরীতে অভিনয়ের সুযোগ পেলে ঠিক কতটা খুশি হতেন সেখানে অভিনেত্রীর মত, একটা ছবিতে একসাথে থাকতে পেরেছেন ওটাই ঠিক আছে। অভিনেত্রীর কাছে সম্পর্কের অর্থ কি ঠিক, সেখানে অভিনেত্রী বন্ধুত্ব আর বিশ্বাস এই দুটো প্রধান জিনিস দিয়েই সম্পর্ক কে বিচার করে থাকেন। তাঁর মতে কোনো সমস্যা হলে মুখোমুখি দুজনের কথা বলাটা খুব জরুরী। আর এই কথা বলার ওভাবেই হয়তো বহু সম্পর্ক হারিয়ে গিয়েছে। তাঁর নিজের জীবনেও সম্পর্কের বিচ্ছেদ এসেছে তবে তিনি সেই ব্যক্তির নাম নিতে চাননি। তারপরেই প্রশ্ন এসেছে, বিয়ের পর অভিনয় থেকে দূরে থাকার অর্থ কি এটাই? সেখানে কিছুটা সহমত করে জানিয়েছেন, তিনি সময় দিয়ে সংসার করতে চেয়েছিলেন তাই নিজের সিদ্ধান্তে বেছে নিয়েছিলেন।