সিরিয়াল

উচ্ছেবাবু আদৃতের জন্মদিন কাটলো ভক্তের আনা পায়েস ও পুজোর প্রসাদ খেয়ে! ভক্তদের ভিড়ে মিঠাইয়ের সিড!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই বর্তমানে বঙ্গ সেরার আসন থেকে সরে এলেও জনপ্রিয়তার নিরিখে এখন‌ও এক নম্বরে রয়েছে। ধারাবাহিকের তুফান মেল অর্থাৎ মিঠাই এবং তার উচ্ছে বাবু অর্থাৎ সিদ্ধার্থের রসায়ন সকলের মনে ধরেছে। সিদ্ধার্থের চরিত্রটি করছেন অভিনেতা আদৃত রায়। স্বাভাবিক ভাবেই এই চরিত্র করার জন্য বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি। ২০২২ এ মিঠাই ধারাবাহিকের জন্য সেরা নায়ক এর সম্মান জিতে নিয়েছেন আদৃত। তাই তার জন্মদিন যে অন্যদের থেকে একটু আলাদা হবে সে তো জানাই ছিল তাই বেশ অন্যরকম ভাবেই এই দিন আদৃতের জন্মদিন কাটলো।

আরও পড়ুন: নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়ার খোলা রেস্তোরাঁয় একটা সিঙ্গারার দাম ১০০০ টাকা! ভারতীয় অন্যান্য মেনুর দাম কত?

বুধবার অভিনেতার জন্মদিন থাকার কারণে ভারত লক্ষ্মী স্টুডিওর বাইরে এইদিন উৎসবের আমেজ দেখা গেল। তারপর ভক্তদের সাথে হইহুল্লোড় করে দিনটি উদযাপন করলেন সকলের সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়। দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেতা জানিয়ে দিয়েছিলেন যে তিনি তার ভক্তদের সাথে দেখা করবেন জন্মদিনে, সেই অনুযায়ী কাজ করলেন তিনি।

দু’দিন আগের করা একটি পোস্টে অভিনেতা বলেছিলেন, “যারা আমার সঙ্গে দেখা করতে চাও ,আমাকে উইশ করতে চাও, তারা নিজেদের উপস্থিতি দিয়ে আমাকে ধন্য করো। আগামীকাল ২৫ শে মে ভারত লক্ষ্মী স্টুডিওর গেট খোলা থাকবে।” আদৃতের কথায় হাজির হয়েছিলেন তার ভক্তরা। তাদের সাথে কীভাবে জন্মদিনটি কাটালেন আদৃত তার ভিডিও ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে আদৃত ফ্যান পেজের তরফ থেকে।

আরও পড়ুন: এভারেস্টের পরে লোৎসে জয় পিয়ালির! মাথায় ঋণের বোঝা নিয়ে পিয়ালির দুই শৃঙ্গ জয় সকলের কাছে অনুপ্রেরণা!

ভিডিওতে দেখা যাচ্ছে একগাদা ভক্তদের ভিড় আর তার মাঝখানেই দাঁড়িয়ে আছেন আদৃত। আদৃতের কাছে তার বডিগার্ডকেও দেখা যায় আর আদৃতের ভক্তদের মধ্যে দেখা যায় মহিলা ফ্যান‌ই বেশি। ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে উচ্ছে বাবুর সামনে একগাদা কেক রাখা রয়েছে। এখানেই শেষ নয়, উচ্ছে বাবুর একজন ভক্ত মহিলা লাল শাড়ি পড়ে আদৃতের নামে পুজো দিয়েছেন, তিনি আদৃতের মাথায় প্রসাদ আর আশীর্বাদ এর ফুল দিচ্ছেন। আরেকজন আবার নিজের হাতের বানানো পায়েস তুলে দিচ্ছেন আদৃতের মুখে। ভিডিওতে আদৃতকে বেশ হাসিখুশি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ভক্তদের সাথে এই জন্মদিন বেশ উপভোগ করছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by ADRIT ROY (@adritroyfc)

প্রসঙ্গত উল্লেখ্য আদৃত রায় অভিনয়ের সাথে সাথে খুব ভালো গান ও করেন। এছাড়া তার স্টাইল সেন্সেও মুগ্ধ হয়ে যান দর্শক। তবে অনেকেই হয়ত জানেননা ছোটপর্দায় মিঠাই ধারাবাহিক তার প্রথম কাজ হলেও এর আগে নুরজাহান, প্রেম আমার , পাসওয়ার্ড ও পরিণীতা ছবিতে কাজ করেছেন তিনি।

Related Articles

Back to top button