বিদিপ্তা চক্রবর্তী নিজের গানের জাদুতে চমকে দিলেন সকলকে! নিজের গানে মুগ্ধ করলেন ইন্ডিয়ান আইডলের বিচারকদের, তবে কি আগের সিজনের অরুনিতার মত এই সিজনে বিদিপ্তা থাকবে সেরার সেরা হয়ে

দেশের সবথেকে বড় গানের রিয়ালিটি শো “ইন্ডিয়ান আইডল”। এখান থেকে দেশের বিখ্যাত গলা উঠে আসে মানুষের সামনে। সম্প্রতি শুরু হলো ইন্ডিয়ান আইডল সিজন ১৩। আর সেখানেই বঙ্গ তনয়া বিদিপ্তা চক্রবর্তী কন্ঠে মুগ্ধ হয়েছেন বলিউডের বড় বড় কণ্ঠশিল্পীরা। প্রসঙ্গত সিজন ১২ তেও এক বঙ্গ তনয়া মাতিয়ে ছিলেন তার গানের জাদুতে। তিনি হলেন বনগাঁর অরুনিতা কাঞ্জিলাল।
অরুনিতা আশা ভোঁসলে থেকে নেহা কাক্কার সকলের প্রশংসা কুড়িয়েছিলেন নিজের দক্ষতায়। নিজের গলার জাদুতে মুগ্ধ করেছিলেন দর্শক থেকে বিচারক সকলকে। সিজন ১২ তে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এই বঙ্গ তনয়া। গোটা দেশের সামনে বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন অরুনিতা।
প্রসঙ্গত বিদিপ্তা এর আগে যোগদান করেছিলেন সারেগামাপা তে। গত বছরের এই সারেগামাপা তে তৃতীয় স্থান অধিকার করেন গায়িকা। আর এই বছরের ইন্ডিয়ান আইডল এর প্রথম দিনের অডিশন রাউন্ডেই মন জয় করে নিয়েছেন নেহা কাক্কার, হিমেশ রেশমিয়া এবং বিশাল দাদলানীর মতো সংগীতের জনপ্রিয় ব্যক্তিত্বদের। উত্তর ২৪ পরগনার আরো এক মেয়ে এবার মন জয় করতে চলেছেন গোটা ভারতের।
যদিও সারেগামাপা এর পরেই জনপ্রিয়তা পেয়েছিলেন গায়িকা। এবার বাংলার জনপ্রিয়তা ছড়িয়ে যাবে জাতীয় স্তরে। প্রসঙ্গত বিদিপ্তার একটি ইউটিউবে চ্যানেল রয়েছে যেখানে প্রায় ৪০ হাজার এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার। এছাড়া ইনস্টাগ্রামেও গায়িকার ৬৫ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে। ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার গান ইতি মধ্যেই শুনেছেন সকলে। যদিও বেশ খানিকটা প্রশংসা পেয়েছেন গায়িকা। এবার দেখার বিষয় বাংলার স্বপ্ন ইন্ডিয়ান আইডলে পূরণ করতে পারবেন কিনা বিদিপ্তা।