সামান্য ভুলে বিয়ের পরেই শুরু মনমালিন্য নিপা রুদ্রর, তবে কি এবার নিপার ছেলেমানষীর জন্য ভেঙে যাবে তাদের সম্পর্ক?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। ধারাবাহিকে মিঠাই ও সিড জুটির পাশাপাশি দর্শক ব্যাপকভাবে পছন্দ করেন নিপা রুদ্র জুটিকে। বয়সের অসামঞ্জস্যতা থাকলেও তাদের জুটির যে রসায়ন তা দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছে সামান্য হলেও। তবে এখন ধারাবাহিকে যা গল্প দেখানো হচ্ছে তাতে দর্শকের মনে প্রশ্নের উদ্রেক হয়েছে যে তাহলে কি নিপারুদ্ধ জুটি ভেঙ্গে যাবে?
প্রসঙ্গত মোদক পরিবারের উপর দিয়ে বেশ কিছু ঝড় বয়ে গেছে। যেই ঝড়গুলি তারা সামাল দিয়েছে পুরো পরিবার মিলে। আর সেই ঝড়ের মধ্যেই ছিল মোদক পরিবারের ছোট মেয়ে নিপার বিয়ে। বাড়ির সকলের খুব ভালোবাসার খুব আদরের এই মেয়ের বিয়ের কিছু নিয়ম বন্ধ রাখা হয়েছিল পারিবারিক সমস্যার কারণে। কিন্তু সেই সমস্যা মিটলে সেই বিয়ের নিয়ম কানুন সম্পূর্ণ করাও হয়।
আর এর পরেই দেখানো হয় নিপা রুদ্র জুটির ফুলশয্যা। কিন্তু সে নিয়েও চরম ট্রল হয় সোশ্যাল মিডিয়াতে মিঠাই ধারাবাহিক। কখনো নিপারুদ্রের বয়সজনিত কারণ ট্রোলের কারণ হয়ে দাঁড়ায়, আবার কখনো বিয়ের পরেও রুদ্রকে দাদা বলে ডাকা ট্রোলের কারন হয়ে দাঁড়ায়। কিন্তু গল্পের প্লট যা ছিল তাই আছে। এবারে বিয়ের পরেই মনোমালিন্য শুরু হয় এই জুটির।
বলা বাহুল্য যে নিপার ছেলেমানুষির কারণেই প্রেমে পড়ে রুদ্র দা। কিন্তু তারপরেও ধারাবাহিকে গতকালের এপিসোডে দেখানো হয় নিপার হাতে পুড়ে যাওয়া রুটি খায় না রুদ্র। আর যার কারণে নিপা কাঁদতে কাঁদতে মোদক পরিবারে নিজের বাড়িতে ছুটে আসে। নিপার কথায় সিনেমায় দেখানো হয় হিরোরা, তার ভালোবাসার মানুষের জন্য সব কিছু করে তাহলে রুদ্র দা কেন না? এদিকে বউয়ের মান না ভাঙ্গাতে পেরে একেবারে নাজেহাল অবস্থা এসিপি রুদ্রর। এমন অবস্থায় সে জানায় নিপাকে বিয়ে করার সিদ্ধান্ত হয়তো ভুল নেওয়া হয়েছে। এই অবস্থা দর্শকের মনের প্রশ্ন তবে কি নিপারুদ্রর জুটি ভেঙে যাবে নিপার ছেলে মানুষের কারণে?