সিরিয়াল

দাদার উপর দাদাগিরি করতে ক্যান্সারকে জয় করে হাজির হলেন ঐন্দ্রিলা! দাদাগীরির মঞ্চে লড়াকু অভিনেত্রীর লড়াইকে কুর্নিশ জানিয়ে নাচতে হল সৌরভকে

জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি‌ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এই শোয়ের নবম সিজনের গ্র্যান্ড ফিনালের শুটিংও ইতিমধ্যেই হয়ে গেছে। আগামী ৫ ই জুন এই শো শেষবারের মতো টিভির পর্দায় সম্প্রচারিত হবে। এই সিজনের প্রথম থেকেই দর্শকদের জন্য একটার পর একটা চমক থাকছে। সম্প্রতি দাদাগীরির মঞ্চে খেলতে আসছেন জিয়নকাঠি ধারাবাহিকের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ক্যানসারকে হারিয়ে দাদাগীরির মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তিনি আর তারপর তার উজ্জ্বল উপস্থিতিতে রঙিন করে দিয়েছেন দাদাগীরির মঞ্চ।

আরও পড়ুন: কাঁচা বাদাম এনে দেবো হবে নাকি বউ? বাদাম কাকুর নতুন গানে মেতে উঠলেন আট থেকে আশির মানুষ

দুবার ক্যান্সারকে জয় করে ফিরে এসেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। ক্যান্সারের কঠিন চিকিৎসা, কেমোথেরাপির অসহ্য কষ্ট সব সহ্য করলেও হার মেনে নেননি তিনি। সুস্থ হওয়ার পর টুকটাক ননফিকশন শো তে মুখ‌ও দেখিয়েছেন অভিনেত্রী। এইবার দাদাগীরির মঞ্চে তাকে দেখা যাবে।

 

View this post on Instagram

 

A post shared by @aindrila.sharma

সোশ্যাল মিডিয়াতে নিজেই অভিনেত্রী জানিয়েছেন যে, খুব শীঘ্রই দাদার মঞ্চে আসছেন তিনি। নিজের প্রোফাইলে দুই টি ছবি শেয়ার করে সেই বার্তাই দিয়েছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে যে, দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে জড়িয়ে ধরেছেন ঐন্দ্রিলা, অন্যদিকে বিসিসিআই প্রেসিডেন্ট ও জড়িয়ে ধরেছেন ঐন্দ্রিলাকে।

আরও পড়ুন: শুধু শুধু ঝামেলা করে জিৎ! জিতের প্রতি বিরক্তি আর চেপে রাখতে পারলেন না দেব! প্রকাশ পেয়ে গেল সুপার সিঙ্গারের মঞ্চে

দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে দাদার মঞ্চে সৌরভের সাথে নাচছেন অভিনেত্রী। তার সেই কোমর ছাপানো লম্বা চুল আর নেই, ঘাড় অবধি চুলে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ঘাড় অবধি চুলের সাথে মানানসই সাজে উপস্থিত হয়েছেন তিনি। দাদাগীরির মঞ্চে দেখা গেল ডেনিম, কালো টপ ও হলুদ ব্লেজার পরে এসেছেন তিনি। অসাধারণ লাগছে অভিনেত্রীকে। ছবিগুলো শেয়ার করার সাথে সাথে কবে এই পর্বটি দাদাগিরিতে দেখা যাবে তাও জানিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন,“ দেখুন দাদাগিরি এই শনিবার ২৮ শে মে, রাত ৯.৩০ টাই শুধুমাত্র জি বাংলা তে” এই একই কথা আবার ইংরেজিতেও লিখেছেন। অর্থাৎ ২৮ শে মে এই পর্বটি দেখা যাবে টিভির পর্দায়। ঐন্দ্রিলা ভক্তরা এখন মুখিয়ে আছেন এই এপিসোডটি দেখবার জন্য। অভিনেত্রী ছাড়া এই দিনের পর্বে আরো কে কে আসছেন তা জানতেও আগ্রহী হয়েছেন নেটাগরিকরা।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরীর সাথে অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয়েছিলো, যেখানে দেখা যাচ্ছিলো যে দুজন মিলে কোথাও ঘুরতে গিয়েছেন আর সেখানে সব্যসাচীকে সোজা কোলে তুলে নিয়েছেন ঐন্দ্রিলা। এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে নিজেই লিখেছেন,“ কি শক্তিশালী আমি।” এই ছবিতে অভিনেত্রীকে হলুদ টি শার্ট, ডেনিম ও হট প্যান্ট পরে দেখা যাচ্ছিল। প্রেমিক অভিনেতা সব্যসাচীর মুখেও ছিল প্রেমিকার সুস্থতার উল্লাসে হাসি।

Related Articles

Back to top button