সিরিয়াল

ক্যান্সার জয়ী ঐন্দ্রিলাকে পুরস্কৃত করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী! পশ্চিমবঙ্গ টেলি একাডেমি অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়ে আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেল অভিনেত্রীর!

কিছু কিছু মানুষ থাকেন যারা কর্মক্ষেত্রে সফল হন অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, আবার কিছু কিছু মানুষ থাকেন যারা জীবনের যুদ্ধে সফল হয়ে ওঠেন। মৃত্যুকে হারিয়ে হয়ে ওঠেন মৃত্যুঞ্জয়ী! সেই রকমই একজন মানুষ হলেন জিয়নকাঠি খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। একবার নয় পরপর দুবার মারণ ভাইরাস ক্যান্সারকে হারিয়ে ফিরে এসেছেন তিনি, তার জীবন যুদ্ধের গল্প মানুষের কাছে রীতিমতো অনুপ্রেরণা। তিনি মানুষকে শিখিয়েছেন কীভাবে কঠিন সময়ের মধ্যেও বাঁচার স্বপ্ন দেখতে হয়।

আরও পড়ুন: ‘বেশি লাইকের আশায় পিঠ খুলে ছবি দিতে হবে না’! খোলা পিঠের ছবি দিয়ে তুমুল ট্রোলড হলেন ‘গাঁটছড়া’র খড়ি খ্যাত সোলাঙ্কি!

গতকালকের টেলি একাডেমি অ্যাওয়ার্ড 2022 এ এই অভিনেত্রীকে পুরস্কৃত করা হলো। তাকে পুরস্কৃত করেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী কে ঐন্দ্রিলা বলেন, সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি তিনি আবার অভিনয় জগতে ফিরবেন,এই এওয়ার্ডটি যে তার বেঁচে থাকার তাগিদ আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সে কথা বলাই বাহুল্য।

ক্লাস ১১ এ পড়তে পড়তে প্রথমবার ‘বোনমেরো’ ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। বেশ কয়েক বছর লড়াই করে তিনি সুস্থ হয়ে অভিনয় জগতে যোগ দিয়েছিলেন। কিন্তু ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে, দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর শুনে তিনি খুব একটা সহজে বিষয়টা মেনে নিতে পারেননি তবে তাও তিনি হাল ছাড়েননি। আত্মবিশ্বাসের জোরে তিনি দিল্লির বড় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং বন্ড সাইন করে অপারেশনের জন্য রাজি হয়েছিলেন।

আরও পড়ুন: ইউটিউবারের উপর প্রচন্ড রেগে গিয়ে তাকে থাপ্পড় মারলেন রানুদি! ভিউ কমেন্ট পাওয়ার জন্য রানু মন্ডলের সাথে মজা করেছিল তারা!

এরপর তার অপারেশন হয় কেমোথেরাপি চলে, শারীরিক অসুস্থতা অবসন্ন মুহূর্ত সবকিছুকে জয় করে এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। দীর্ঘ দুই বছর ধরে চলা এই লড়াইয়ে অভিনেত্রীর প্রেমিক সব্যসাচী চৌধুরী তার পাশে ছিলেন। তিনি অভিনেত্রীকে সব সময় মনোবল যোগাতেন এবং তার অবসন্ন মুহূর্ত এবং একাকিত্বের সময়ে তাকে সঙ্গ দিতেন। এই কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত দাদাগিরিতেও দাদার মঞ্চে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে তারপর গতকাল টেলি একাডেমির মঞ্চে। পুরস্কার গ্রহণের এই মুহূর্ত নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘Touched’।

Related Articles

Back to top button