সিরিয়াল

এত বড় অভিনেত্রী হয়েও নেই কোন অহংকার! সংস্কৃতিকে সর্বদা মাথায় রাখেন অভিনেত্রী, দক্ষিণ ভারতের “থালাইভা” রজনীকান্তকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ঐশ্বর্য

বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ঐশ্বর্য রাই। দক্ষিণ ভারতের একটি বড় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানে তিনি এমন একটি কাজ করলেন যা দেখে চোখ ছানাবড়া দর্শকের। মণিরত্নম পরিচালিত সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ১’ এর ট্রেলার লঞ্চ হল গত মঙ্গলবার। এই মঙ্গলবারই চেন্নাই একটি রাজকীয় অনুষ্ঠানের হাত ধরে লঞ্চ হয়েছে সিনেমা। সেখানে পরিচালক, কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন সাউথের দুই নামী সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান। আর সেই অনুষ্ঠানেই ‘পোন্নিয়িন সেলভান’ অভিনেত্রী ঐশ্বর্য রাই করে বসেন সেই কাজটি।

‘পোন্নিয়িন সেলভান’ এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই সব তারকাদের মাঝেও সকলের নজর গিয়ে পরে একজনের ওপরই। তিনি হলেন মাদের সকলের প্রিয় ‘ থালাইভা ‘ রজনীকান্ত। আর তারকার উপর থেকে নজর এরাইনি বলি তারকার। রজনীকান্ত কে দেখা মাত্রই ছুটে যান ঐশ্বর্য। আর ছুটে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণামও করেন এই বলি অভিনেত্রী।

সুপারস্টার হয়েও অভিনেত্রীর মনে নেই কোন অহংকার। সেই জন্যেই এত লোকের ভিড়ে দৌড়ে গিয়ে পা ছুয়ে প্রণাম করতে পেরেছিলেন এই অভিনেত্রী। আর যদি রজনীকান্তের কথাই বলা হয় তাহলে বলি দক্ষিণের পাশাপাশি ছুটিয়ে কাজ করেছেন বলিউডেও। দাপিয়ে কাজ করে বেরিয়েছেন দুটো ইন্ডাস্ট্রিতেই। আর নাম কামিয়েছেন উভয় জায়গাতেই।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, রজনীকান্ত অনুষ্ঠানের জায়গায় পৌঁছানো মাত্রই ধল পড়ে যায় অনুরাগীদের। সেই লাইনে ছিলেন বলি সুন্দরী ঐশ্বর্যও। প্রথমেই ‘পোন্নিয়িন সেলভান’ পরিচালক মণি রত্নমের সঙ্গে আলিঙ্গন করেন অভিনেত্রী। এরপর তাঁর ‘রোবোট’ ‘ ২.০’ সিনেমার সহ – অভিনেতাকে দেখামাত্রই পা ছুয়ে আশীর্বাদ দেন তাঁর।

Related Articles

Back to top button