বিহারের আকাশ সিং হুনরবাজ এর বিজয়ীর খেতাব জিতেছেন, পুরস্কার স্বরূপ পেয়েছেন ১৫ লাখ টাকা!

‘হুনরবাজ-দেশ কি শান’- নামক রিয়েলিটি শো নিয়ে বরাবর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এই শোয়ের মঞ্চে এসে একের পর এক প্রতিযোগী নিজেদের প্রতিভা দেখিয়ে গেছেন। সারা দেশ সাক্ষী এই সব প্রতিভা দের। ছোট বয়সী থেকে একেবারে বড়ো পর্যন্ত সবাই এই শো তে অংশ নিতে পারতেন। যে যার নিজেদের প্রতিভা বিচারকদের সামনে তুলে ধরার সুযোগ পেতেন। কালারস এর মঞ্চে শুরু হয়েছিল ‘হুনরবাজ-দেশ কি শান’ নামের এই ধামাকাদার শোটি। দীর্ঘদিন ধরে বাছাই পর্বের পর অবশেষে শো এর প্রথম সিজন এর বিজয়ীর নাম ঘোষণা করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
‘হুনরবাজ-দেশ কি শান’ এবারের প্রথম সিজনের বিজয়ী হয়েছেন, বিহারের যুবক আকাশ সিং। বহুদিন ধরে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। অবশেষে ঘোষণা হলো শোয়ের বিজয়ীর নাম। সেইসাথে আকাশ বিজয়ী হিসেবে লাভ করেছে ১৫ লক্ষ টাকার। আকাশ ছাড়াও সিজনের দ্বিতীয় রানার আপ হয়েছেন, মুম্বইয়ের নালা সোপারার নৃত্য দল । দ্বিতীয় রানার আপ হওয়ার দরুন তাঁরাও পেয়েছে নগদ ৫ লাখ টাকা পুরস্কার হিসেবে। ২২ জানুয়ারি এই শো শুরু হয়েছিল তবে অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। মঞ্চ একেবারে জমজমাট হয়ে উঠেছিল। শো এর বিচারকের দায়িত্বে ছিলেন, বলিউডের তিন সুপারস্টার, করণ জোহর, মিঠুন চক্রবর্তী, পরিণীতি চোপড়া।
প্রতিটি এপিসোডে সবাইকে একেবারে চমকে দেওয়ার মত পারফরম্যান্স ছিল প্রতিযোগীদের। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগীরা, তার মধ্যে বিহারের আকাশ শেষ পর্যন্ত ট্রফি জিতে বাড়ি গেলেন। তবে তিনি বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি জানিয়েছেন, শো এর মঞ্চে বিজয়ীর খেতাব পাওয়ার পর নিজের খুশি আকাশ ভাষায় প্রকাশ করতে পারেননি। তিনি জানিয়েছেন, তিনি সে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন সেই স্বপ্ন অবশেষে পূর্ণ হয়েছে এতদিন পরে। সেইসঙ্গে আকাশ ধন্যবাদ জানিয়েছেন, বিচারক করণ জোহর, চক্রবর্তী, পরিণীতি চোপড়াকে। এছাড়াও আলাদা ভাবে আকাশ ধন্যবাদ জ্ঞাপন করেছেন, পরিণতি চোপড়ার প্রতি যিনি তাঁকে অহংকার ছাড়াই সবার সাথে মিলেমিশে থাকার উপদেশ দিয়েছিলেন। অত্যন্ত খুশি উচ্ছাসের মধ্য দিয়েই এইভাবে শোটি বিজয়ী ঘোষণার পর অবশেষে শেষ হয়েছে। দর্শকদের আশা পূরণ হয়েছে।
Winner ki trophy ho gayi Akash Singh ke naam. Unke iss safar mein unka saath dene ke liye dhanyawaad🙏🏼 #Hunarbaaz Desh Ki Shaan #Colors@karanjohar @parineetichopra @mithunda_off pic.twitter.com/eRmZYOukN1
— ColorsTV (@ColorsTV) April 17, 2022