সিরিয়াল

“শাড়ি পরেও লাভ নেই সবটাই এক”! বিকিনি পরে ছবি দেওয়ায় ট্রোল হলেন মিঠাইয়ের পিঙ্কিজি, কড়া গলায় জবাব পিঙ্কি তথা অনন্যার

টলিউডের অভিনেতা অভিনেত্রীদের খোলামেলা পোশাক নিয়ে সবসময়ই সমালোচনা হয়ে থাকে। টেলিভিশন ইন্ডাস্ট্রির দিকে তাকালে আমরা দেখব রিল লাইফের অভিনেত্রীদের রিয়েল লাইফে খোলামেলা পোশাকে দেখতে পছন্দ করেন না বেশ কিছু দর্শক। এর আগেও বহুবার রিলের সঙ্গে রিয়েলের পার্থক্য বুঝতে পারেননি দর্শকমন্ডলী। ফলে বারবার বিশেষত অভিনেত্রীদের নোংরা সমালোচনার মুখে পড়তে হয়েছে। আবারো ঘটলো এমনই একটি ঘটনা, মিঠাইয়ের পিঙ্কিজি অর্থাৎ অভিনেত্রী অনন্যা গুহোর সাথে।

সম্প্রতি অভিনেত্রী তার বেশ কিছু বিকিনি পরা ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, পুলের নীল জলে নীল বিকিনিতে। জলকেলি করছেন অভিনেত্রী নিজের মত্ততায়। তার সেই জলে আগুন ধরানোর মতো রূপের জৌলুসে অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর। তবে নোংরা সমালোচনাও শুনতে হয়েছে অভিনেত্রীকে।

ওই পোস্টের কমেন্ট সেকশনে অভিনেত্রীকে বয়কট করার মতো হুমকিও দেওয়া হয়েছে। আবার আরেকটি কমেন্টে বলা হয়েছে, “তাহলে শাড়ি পরে কী লাভ। বাড়িতে পিতা মাতা ভাই বোন আছে। ওরা দেখলে ছবিটা কেমন ভাবে গ্রহণ করবে। আসলে মডেলিং জগত এমনই। ওদের এই কারণেই সংসার টিকে না। টিকবে কেমন করে, নিজের স্বামীকে রেখে অন‍্য ছেলের সাথে…. আর থাক”।

এই কমেন্টের উত্তরে অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, “শাড়ি পরেও লাভ নেই। সবটাই এক”। এই কথায় অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। আবার অনেকেই নোংরা কটাক্ষও করেছেন। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে অনেকেই নোংরা মন্তব্যকারীদের পরামর্শ দিয়েছেন যে তারা যেন অন্যের ব্যাপারে নাক না গলান। অনেকে আবার অভিনেত্রী কেউ পরামর্শ দিয়েছেন যে তিনি যেন এসব আজেবাজে কথায় কান না দেন।

Related Articles

Back to top button