সিরিয়াল

গাড়ির ওপর ভেঙে পড়ে বড় গাছ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন মিঠাই সিরিয়াল এর অনন্যা গুহ

জি বাংলার মিঠাই ধারাবাহিকে সম্প্রতি দেখানো হচ্ছে যে, ওমি আগারওয়ালের বোন পিঙ্কির সাথে বিয়ে হয়েছে স্যান্ডির। যেহেতু আগারওয়ালরা সিদ্ধেশ্বর মোদকদের ব্যবসার রাইভাল গ্রুপ তাই এই বিয়ে নিয়ে কম সমস্যার সৃষ্টি হয়নি। হল্লাপার্টির সদস্যরা প্রচুর পরিকল্পনা করে স্যান্ডি আর পিঙ্কির বিয়ে দিয়েছে। এই পিঙ্কি চরিত্রটি ধারাবাহিকে করছেন জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ। তবে বর্তমানে জি বাংলার মিঠাই ধারাবাহিকের পাশাপাশি লক্ষী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে ও তাকে দেখা যাচ্ছে। জি বাংলার জনপ্রিয় এই দুই সিরিয়ালের পরিচিত মুখ তথা অভিনেত্রী অনন্য গুহ সম্প্রতি বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে ছিলেন।

আরও পড়ুন: আদৃতের জন্মদিনেই মিঠাই সিদ্ধার্থের মন কষাকষি প্রকাশ্যে, সৌমিতৃষা শুভেচ্ছাও জানান নি আদৃত কে!

সকাল সকাল তার বিপত্তির খবর শুনে সকলে আতঙ্কিত হয়ে ওঠেন। তবে না সেইভাবে ক্ষতিগ্রস্ত হন নি অভিনেত্রী, বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেও সুস্থ আছেন তিনি। ঠিক কী হয়েছিলো এইদিন? বউবাজার থেকে টলিগঞ্জের স্টুডিও পাড়ায়‌ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। তবে অভিনেত্রী একা নয় তার বাবাও ছিলেন তার সাথে। এসপি মুখার্জি রোড এর ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই একটি গাছ উল্টে যায় তাদের গাড়ির উপর। জানা যাচ্ছে একটি বিরাট বড় গাছ হুড়মুড় করে ভেঙ্গে পরেছিল তাদের গাড়ির ওপর।

এই ঘটনায় অনন্যার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অনন্যা ও তার বাবা কোনরকম আঘাত পান নি। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় বাসিন্দারা গাড়ির দরজা খুলে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করেন। এই বিপত্তির খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী সমেত কোলকাতা পুলিশ সেই জায়গায় গিয়ে পৌঁছায়। গাছটি কেটে সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন: সৌরভের ইয়ুথেনস ধরে রাখার পিছনে আছে সবুজ উচ্ছের রস সহ তেতো ডায়েট! যা শুনে চক্ষু চড়কগাছ হয়ে গেলো সকলের!

ঘটনার জেরে সাময়িক শকড হয়ে যান সিরিয়াল দাদার নতুন এই বউ। গাড়ির বাইরে বের করে আনার সময় তার চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। তবে তা সাময়িক, এরপর কিছুক্ষণের মধ্যেই বিষয়টির সাথে ধাতস্থ হয়ে গিয়ে শুটিং সেটে পৌঁছান অভিনেত্রী। পরে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে নিজের সুস্থতার বার্তা পৌঁছে দেন অভিনেত্রী। তিনি লেখেন,“আমি এবং আমার বাবা একদম সুস্থ রয়েছি। কারোর কোন চোট-আঘাত লাগেনি। সকলকে ধন্যবাদ আমাদের কথা ভাববার জন্য। দয়া করে ভুল খবর ছড়াবেন না। আমি একদম ঠিক আছি এবং মিঠাই আর লক্ষী কাকিমা সুপারস্টারের শুটিং করছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, মিঠাই ধারাবাহিকের আগে সদ্য শেষ হওয়া ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনয় করতেন অনন্যা। এই ধারাবাহিকে শ্যামার জায়ের মেয়ে মুন্নির চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে দর্শকদের মনে দাগ কাটেন অভিনেত্রী।

Related Articles

Back to top button