ছেলে ধরার হাত থেকে বাঁচতে পারবে কি বোধিসত্ত্ব? মায়ের উপর রাগ করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভীষণ বিপদ হলো তার! হিংসার চোটে কী কাণ্ড করে বসল সে?

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বোধিসত্ত্ব। ছোট্ট বাচ্চাটির অভিনয়ে মুগ্ধ হয়ে যাচ্ছে দর্শকেরা। বাচ্চাটির অভিনয় দক্ষতা এতই ভালো যে ৮ থেকে ৮০ সকলেই এই ধারাবাহিকের অন্ধভক্ত। কিন্তু এবার বাড়ি থেকে পালিয়ে বিপদে পড়ল বোধিসত্ত্ব।
সম্প্রতি বোধির বাড়িতে এসেছে এক নতুন ছোট সদস্য। তার নাম সৃজিতা। বোধির মা থেকে শুরু করে পরিবারের সকলেই সৃজিতাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে দেখে বোধির রাগ হয়। বিশেষত তার মা যখন তার থেকে বেশি প্রাধান্য সৃজিতাকে দিচ্ছিল সে সেটা মেনে নিতে পারেনি। তাই একেবারে পোটলা পুঁটলি থেকে পালিয়ে গেল সে।
এই রাগ সে কোথায় রাখে? পরিবারে নাকি তার থেকে বেশি ভালোবাসা পাচ্ছে বাইরে থেকে আসা সৃজিতা! এও কি সম্ভব? রাগের চোটে সে বলে বসলো, ওকেই বাড়ির মেয়ে করে নাও। আমি চললাম। ঠিক যেমন কথা তেমনি কাজ। তাই বাক্স গুছিয়ে সাইকেলে করে চলল সে অজানার উদ্দেশ্যে। নিজের বাড়ি বানিয়ে সেখানে থাকবে সে।
এবার কিছুটা দূর যেতে না যেতেই হলো এক বিপত্তি। ছেলে ধরার খপ্পরে পড়তেই একেবারে নাজেহাল অবস্থা। সেখানেই সাইকেল ফেলে রেখে মা বাঁচাও গো বলে ছুট লাগায় ছোট্ট বোধি। এবার প্রশ্ন থেকে যায় এই ছেলেধরার হাত থেকে বাঁচতে পারবে তো বোধি?