শ্রীমাকে পেছন থেকে লাথি মেরে সুইমিং পুলে ফেলে দিল অনিন্দ্য, ‘গাঁটছড়া’ ধারাবাহিকের শুটিংয়ের ভয়ংকর দৃশ্য দেখে দর্শকদের মাথায় হাত

বর্তমান সময়ে ধারাবাহিক গুলির চাহিদা বিপুল। আর দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের ধারাবাহিক নিয়ে আসা হয় চ্যানেলগুলিতে। আর ধারাবাহিকগুলিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা তৈরি করে নিতে শুরু করেছে। যেই ধারাবাহিকের জনপ্রিয়তা যত বেশি সেই ধারাবাহিক টিআরপি তালিকায় ততভালো জায়গা করে নিতে পারবে। সেরকমই বর্তমান সময়ের একটি জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার গাঁটছড়া। ধারাবাহিকের তিন জুটির কেমিস্ট্রি দর্শকদের খুব সহজেই মন জয় করে নিয়েছে। বর্তমানে ধারাবাহিক একেবারে জমজমাট। ঋদ্ধি এবং খড়ির মধ্যে আবারো ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে এবং দুজনে ধীরে ধীরে কাছে আসছে। ওদিকে বনি এবং কুনালের মধ্যে দূরত্ব কিছুতেই মিটছে না। আর রাহুল এবং দ্যুতির সম্পর্ক খুবই জটিল। তাই বাড়ির সবথেকে বয়োজ্যেষ্ঠ দাদু এবং ঠাকুমা মিলে ঠিক করে এবারে এই তিন জুটির একসঙ্গে মিলন করাতে হবে। তাই তারা প্ল্যান করে তিনজন জুটিকেই মধুচন্দ্রিমা তে পাঠাবে। আর সেই জন্যই তোড়জোড় চলছে বর্তমানে ধারাবাহিকে।
বর্তমানে ধারাবাহিকের শুটিং করতে কলকাতা ছেড়ে গোপালপুর এই রওনা দিয়েছে সোলাঙ্কি, গৌরব, অনুষ্কা, রিয়াজ, শ্রীমা এবং অনিন্দ্য সহ গাঁটছড়া র বাকি টিম। সেখানেই তাদের মধুচন্দ্রিমা শুটিং করা হবে এবং শুটিংয়ের ফাঁকে বিভিন্ন মজার মুহূর্তে সকলের সাথে ভাগ করে নিয়েছে প্রত্যেকে। কলকাতা থেকে দূরে শুটিং করতে গিয়ে নিজেদের মতো সময় কাটাচ্ছে অভিনেতা অভিনেত্রীরা। শ্রীমা ভট্টাচার্য এবং অনিন্দ্যর শেয়ার করার রিল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তাদের সেই মজার মুহূর্ত গুলি। গোপালপুরের একটি রিসার্টে রয়েছে তারা। সেখানে সুইমিংপুলে বিভিন্ন মজার মুহূর্ত শেয়ার করে নিয়েছেন দর্শকদের সঙ্গে। ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীমা সোলাঙ্কি কে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুইমিং পুলের ধারে। আবার সোলাঙ্কি কে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে গৌরব। কিন্তু আজমকাই শ্রীমাকে পেছন থেকে লাথি মেরে সুইমিংপুলে ফেলে দেয় অনিন্দ্য। আর এই দৃশ্য দেখেই প্রত্যেকে অবাক। অফস্ক্রিন রাহুল এবং দ্যুতির খুনসুটি ভরা মুহূর্ত দেখে দর্শক তো বেজায় খুশি। যদিও সুইমিং পুলের ধারে কাছেও দেখা যায়নি বনি, কুনালকে অর্থাৎ রিয়াজ এবং অনুষ্কা একেবারেই বেপাত্তা।
গত সপ্তাহতে টিআরপি তালিকায় অনেকটাই নিচে নেমে গিয়েছিল গাঁটছড়া। তাই দেখা যাক এবার এই মধুচন্দ্রিমার গল্প দিয়ে দর্শকদের মনে আবারো নতুন করে জায়গায় তৈরি করতে পারে কিনা এই তিন জুটি। আবার TRP তালিকায় প্রথম স্থানটা অধিকার করে নিতে পারে কি না তারা। আগামী দিনের পর্ব গুলি দেখার জন্য দর্শক তো বেজায় উৎসাহিত হয়ে রয়েছে। এবারে দেখার অপেক্ষায় কি হতে চলেছে হানিমুনে গিয়ে। ঋদ্ধি এবং খড়ি কি আরো একটু কাছাকাছি আসবে? সেটাই দেখার অপেক্ষায় এখন।
View this post on Instagram