‘আমি নিমপাতা মাখিয়ে সত্যি কথা বলি আর ও মিষ্টি করে সত্যি কথা বলে’ মানসী সিংহ সম্পর্কে উদ্ভট মন্তব্য করলেন অপরাজিত আঢ্য!কেন জানেন?

নতুন ছবির সুবাদে আবার বহুদিন পর একসাথে হলেন দুই বন্ধু। দীর্ঘসময় বন্ধু তারা বর্তমানে দুজনেই চলচ্চিত্র জগতের ভীষণ চেনা দুই মুখ একটি ছবির সৌজন্যে আবার এক হলেন দুই বন্ধু। একজন মানসী সিংহ ও অন্যজন অপরাজিতা আঢ্য- দীর্ঘদিনের এই দুই বন্ধু একটি ছবিতে দুটি আলাদা আলাদা ভূমিকায় রয়েছেন। একজন পরিচালক হিসেবে আছেন আর অন্যজন রয়েছেন অভিনেত্রী হিসেবে।
আরও পড়ুন: ‘সারেগামাপার মঞ্চে গুরু নিজেই বেসুরো!’ জোজো বিচ্ছিরি গান গায়, ক্ষোভ প্রকাশ করলেন নেটিজেনদের একাংশ!
সম্প্রতি ছবি পরিচালনায় পা রাখলেন মানসী সিংহ আর এই ছবিতেই অভিনয় করছেন অপরাজিত আঢ্য। সম্প্রতি ছবির সেট থেকেই বন্ধুর সাথে একটি ছবি তোলেন অপরাজিতা তারপর সোশ্যাল মিডিয়ায় বন্ধুর সাথে এই ছবি পোস্ট করেন তিনি। ছবিটি পোস্ট করে অপরাজিতা ক্যাপশনে লিখেছেন, “এটা আমাদের গল্প। পরিচালনায় আমার এই বান্ধবী আপনাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী মানসী সিংহ। ও অসাধারণ অভিনেত্রী যদিও এটা ওর প্রথম ছবি। পরিচালক হিসেবে ও খুব ভালো কিন্তু সবচেয়ে বড় হল ওর মনুষ্যত্ব। ওর মানসিকতা, ওর ঞ্জান আর ওর শিক্ষা। ওর সঙ্গে আমার বন্ধুত্বের বড় কারণ হল আমরা দুজনেই সত্যি বলতে ভয় পায় না বরং ভালোবাসি। সে কারোর পছন্দ হোক বা না হোক। তবে হ্যাঁ, ও সত্যি টা খুব মিষ্টি করে বলতে পারে আর আমি নিমপাতা মাখিয়ে।”
View this post on Instagram
তার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে দুজন অভিনেত্রী হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। এই পোস্টে কমেন্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক আবার কমেন্ট বক্সে তার ভালোলাগার কথা লিখেছেন তিনি লিখেছেন,“তোমরা দুজনেই আমার ভীষণ প্রিয়।”
আরও পড়ুন: প্রিয়মানুষ কে হারালেন হৃত্বিক রোশন! রোশন পরিবারে নেমে এলো শোকের ছায়া
মানসী সিংহ কে জি বাংলার পর্দায় ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে বর্তমানে দেখা যায়, সাত্যকির ছোট ঠাম্মি সে। তবে সম্প্রতি পরিচালনায় পা দিয়েছেন তিনি। অপরাজিতা আঢ্য সহ টলিউড ইন্ডাস্ট্রির বহু নামিদামি তারকাদের নিয়ে ইতিমধ্যেই তার ছবির শুটিং শেষ হয়ে গেছে। কলকাতা শহরের একাধিক জায়গায় এই ছবির শুটিং হয়েছে। ইতিমধ্যে এই ছবির চরিত্রদের লুকও প্রকাশ্যে চলে এসেছে। ‘এটা আমাদের গল্প’ ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, অমিত কান্তি ঘোষ। এত তারার হাট বসলেও জানা যাচ্ছে যে মানসী সিংহ কিন্তু এই ছবিতে অভিনয় করবেন না, তিনি এই ছবিতে কেবল পরিচালকের ভূমিকাতেই থাকবেন। তাকে এই ছবিতে অভিনয় করতে দেখতে না পাওয়ার আক্ষেপ তাই শুরু হয়ে গেছে দর্শকদের মধ্যে!