সিরিয়াল

স্টার জলসার ডান্স ডান্স জুনিয়ার এর মঞ্চ নাচে মাতিয়ে তুললো হুগলির অরিজিৎ! নাচে মুগ্ধ দর্শক থেকে বিচারক সকলে, প্রমো ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অন্যতম বিনোদন মাধ্যমগুলির মধ্যে একটি হলো স্টার জলসা। স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন ৩। অল্প কিছুদিনের মধ্যেই শুরু হল এই ননফিকশন শো। এর আগে এই শো এর দুটো সিজন আমরা দেখেছি। বেশ ভালই প্রশংসা করিয়েছিল সেই সিজন দুটি। মূলত খুদে নৃত্যশিল্পীদের ক্যারিয়ার শুরু হয় এই মঞ্চ থেকেই।

এই জুনিয়র সিজনে তুলে ধরা হচ্ছে ৫ থেকে ১২ বছর বয়সী নৃত্যশিল্পীদের অসাধারণ পারফরমেন্স। এই রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছে গোটা ভারতের থেকে নৃত্যশিল্পীরা। তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে কয়েকজনকে। সম্প্রতি এই রিয়েলিটি শো এর একটি পুরনো ভিডিও এসেছে সামাজিক মাধ্যমগুলিতে। এই প্রমোতে দেখা যাচ্ছে তারকেশ্বর, হুগলির ছেলে অরিজিৎ নিজের নাচের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তুলেছেন।

এই প্রমো ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ ছোট্ট দেবের লুকে হাজির হয়েছেন মঞ্চে। জনপ্রিয় বাংলা সিনেমা ‘হিরোগিরি’ এর একটি গানে নাচ করতে দেখা গিয়েছে অরিজিৎকে। ‘কে তুই বল’ নামক বিখ্যাত গানে নিজের অসাধারণ পারফরমেন্স করেছেন খুদে নৃত্যশিল্পী। প্রসঙ্গত এই গানের দেব এবং সায়ন্তিকার রসায়ন কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এবার মঞ্চে সেই রসায়ন ফুটিয়ে তুলেছে অরিজিৎ। এত ভালো পারফরমেন্স হয়েছে যে বিচারকের আসনে বসে অভিনেত্রী রুক্মিণী বলে বসেন, – “তুমি কিন্তু আমার কাছে ছোট্ট দেব।”

প্রসঙ্গত এর আগেও এক খুদে নৃত্য শিল্পীর না আজ বেশ পছন্দ করেছিলেন দর্শক। তার অসামান্য বেলি ডান্স মুগ্ধ করেছিল দর্শককে। এবার অরিজিতের এই পারফরমেন্স দর্শক আবারো মুগ্ধ হয়। এই দুর্দান্ত নাচের ভিডিও রিলিজ হওয়া মাত্রই সুপার ডান্সার হয়ে উঠেছে সে। রিয়েলিটি শো এর ক্রমে থেকে স্পষ্ট যে রম রমিয়ে চলছে এই শো। ছোট প্যাকেট বড় ধামাকা হিসেবে ধরা দিচ্ছে প্রত্যেকটি নৃত্যশিল্পী। আপনিও যদি অরিজিতের পারফরম্যান্স দেখতে আগ্রহী হন তবে নজর রাখুন স্টার জলসার পর্দায়। প্রত্যেক শনি ও রবিবার রাত সাড়ে নটায়।

Related Articles

Back to top button