সিরিয়াল

মাঝবয়সী অরিন্দম এখন পারফেক্ট হাজবেন্ড ম্যাটিরিয়াল! শুরুতে তুমুল সমালোচিত গোধূলি আলাপের নায়ক‌ই আদর্শ স্বামী!

গোধূলি আলাপ ধারাবাহিক শুরুর সময় অনেক নেতিবাচকতা ঘিরে ধরেছিল এই ধারাবাহিককে। প্রোমো দেখে এই ধারাবাহিক নিয়ে রীতিমতো প্রতিবাদ শুরু করে মানুষজন। অসম বয়সী এই প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি নেটাগরিকরা। কিন্তু ধারাবাহিকের পরিচালকের স্থির বিশ্বাস ছিল, এই ধারাবাহিক টিআরপিতে ভালো ফল করবে, বাস্তবে ঠিক সেটাই ঘটলো। এই ধারাবাহিকটি শুরুর সময় যতটা সমালোচনার সম্মুখীন হয়েছিল ধারাবাহিক শুরু হ‌ওয়ার এক সপ্তাহের মধ্যেই পুরো সমীকরণটি বদলে গেলো। মাঝবয়সী অরিন্দম আর অল্প বয়সী নোলকের রসায়ন সকলের মনে জায়গা করে নিলো, টিআরপি তালিকায় ভালো ফল করার পাশাপাশি এই ধারাবাহিকের নায়ক মাঝবয়সী অরিন্দম হয়ে উঠলেন সকলের হার্ট থ্রব!

আরও পড়ুন: ‘জ্বালাইয়া চান্দের ও বাতি’ থেকে এস ডি বর্মনের গানে মঞ্চ কাপাচ্ছে নদীয়ার প্রাঞ্জল! ট্রফি জেতার সম্ভাবনার তালিকায় উঠে আসছে বাংলার ছেলের নাম

গ্রামের বহুরূপী নোলকের সাথে ভাগ্যচক্রে বিয়ে হয়ে যায় ব্যারিস্টার অরিন্দমের। দুজনের বয়সের মধ্যে অনেক ফারাক, তবু দুজনের রসায়ন রীতিমতো আকর্ষণীয়। এদিকে অরিন্দমের অ্যাসিস্ট্যান্ট রোহিনী অরিন্দমকে পছন্দ করত, সে অরিন্দমের বউ হতে চেয়েছিল, কিন্তু নোলককে অরিন্দমের বউ হতে দেখে রোহিনী সেটা মানতে পারে না। তার সমস্ত রাগ গিয়ে পড়ে নোলকের ওপর। নোলককে ফাঁসানোর জন্য রীতিমতো সে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে আর নিজের বুদ্ধির জোরে বারেবারেই বেঁচে যেতে থাকে নোলক।

বারবার হেরে যেতে যেতে হিংস্র হয়ে ওঠে রোহিণী এইবার রীতিমতো বড় ষড়যন্ত্র করে সে। মিথ্যা অপবাদে নোলককে ফাঁসিয়ে দেয়। অরিন্দম প্রতিজ্ঞা করে সে তার স্ত্রীকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনবে। বর্তমানে দেখানো হচ্ছে যে যে জেলে গিয়েছে নোলক আর সেখানে তার সাথে দেখা করতে হাজির হয়েছে অরিন্দম। এখানেই শেষ নয়, লাল বাতাসা না খেলে রাত্রের বেলায় ঘুম আসেনা নোলকের! তাই জেলে যাওয়ার সময় অরিন্দম তার স্ত্রীর জন্য লাল বাতাসার শিশি নিয়ে গেছে।

আরও পড়ুন: জলকেলিতে মত্ত কালো বিকিনিতে মধুমিতা সরকারের হট ভিডিও ঘুম কাড়লো নেটাগরিকদের! যৌবন যেন উপচে পড়ছে শরীর‌ থেকে

অরিন্দমকে লাল বাতাসার শিশি আনতে দেখে নোলক বলে ফেলেছে, আপনি একদম আমার বাবার মত। এই দৃশ্য দেখার পর মন ভরে গিয়েছে নেটাগরিকদের। স্বামীর মধ্যে বাবার মতো স্নেহ পেয়েছে নোলক, যা দেখে মুগ্ধ নেটাগরিকরা। তাদের প্রত্যেকের‌ই বক্তব্য, তারা যদি অরিন্দমের মতো স্বামী পেতো- তাহলে কি ভালোই না হতো! আসলে সব মেয়েরাই তো চায় অরবিন্দের মতো স্বামী, যার মধ্যে বাবার ছায়াও নজরে আসে! তাই বর্তমানে ব্যরিস্টার বাবু অরিন্দম হলেন পারফেক্ট হাজবেন্ড ম্যাটিরিয়াল!

Related Articles

Back to top button