সিরিয়াল

সারেগামাপাতে ইমন, রাঘব মানেই আবার লবি বাজি! ইমনকে দেখে গতবারের অর্কদীপের জেতার বিতর্ক উস্কে উঠল আবার‌ও!

এক বছর পর আবার শুরু হয়েছে গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’। গত ১১ জুন জি বাংলায় শুরু হয়েছে সঙ্গীতের এই আসর। গত পর্ব থেকেই দেখা যাচ্ছে যে প্রথম পর্বের অডিশন দিয়ে শুরু হয়েছে সিজন। অডিশন রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীরা চলে যাবেন মূলপর্বে, এরপর শুরু হবে সেরার সেরা হ‌ওয়ার লড়াই! যদিও গত পর্বের মত এই পর্বেও প্রতিযোগিতার জন্য রয়েছেন গুরুরা, যারা সঠিক তালিম দিয়ে বিজয়ীর শিরোপা জেতার দিকে এগিয়ে দিয়েছেন যোগ্য প্রতিযোগীদের। তবে গতবার ৩ জন গুরু ছিলেন, এইবার আরো ২ জন সেখানে যুক্ত হয়েছে, এইবার গুরুর সংখ্যা ৫ জন।

আরও পড়ুন: কেউ দেখতে এলো না সুপারস্টার যশের অভিনয়! দর্শক টানতে পারেন না যশ! প্রথম দিনেই ফ্লপ যশ অভিনীত ‘চিনেবাদাম’

এইবার‌ও রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী এবং মনোময় ভট্টাচার্য তো রয়েইছেন, তবে সাথে আর‌ও দুইজন আছেন জোজো মুখোপাধ্যায় এবং রথীজিৎ ভট্টাচার্য। এইবার বিচারকের আসনে দেখা যাবে শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য এবং বলিউডের গায়িকা রিচা শর্মা। প্রসঙ্গত উল্লেখ্য সারেগামাপার বিচারকের আসনে এই প্রথমবার বসলেন রিচা, তবে তিনি একলা নন, আরো একজন এসেছেন এইবার সারেগামাপাতে যাকে দেখে চমকে উঠেছেন সবাই। তিনি হলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। সারেগামাপাতে পন্ডিত অজয় চক্রবর্তীর আসনে বসবেন গুরুজি। প্রতিযোগীদের গান শুনে তিনিও তার মূল্যবান মতামত দেবেন।

গত এপিসোডে দেখা গেলো যে,পণ্ডিত অজয় চক্রবর্তী প্রথম এপিসোড সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও শিবকুমার শর্মার উদ্দেশ্যে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানালেন। তবে প্রথম এপিসোড দেখবার পর‌ই বিচারক মন্ডলীর মধ্যে রাঘব আর ইমনকে দেখে চটে লাল হয়ে গিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের বক্তব্য এই দুজন মানুষকে আবার সারেগামাপাতে নেওয়া মানেই আবার এরা লবি বাজি করবে। এমনকি এরা আগে থেকেই সব ঠিক করে রাখবে কে বিজেতা হবে এমনটা মন্তব্য‌ও করা হয়েছে নেটিজেনদের পক্ষ থেকে।

আরও পড়ুন: “চারটে পয়সার জন্য দাঁড়িয়েছিলাম স্টেজে! বাবা মায়ের ওষুধ কেনার টাকা নেই”মীরের বক্তব্যে হতবাক সোশ্যাল মিডিয়া! এমন দুর্দিনে আছেন মীরাক্কেলের মীর?

আসলে অনেকই গতবছরের অর্কদীপের জেতার বিষয়টা মেনে নিতে পারেননি।আগেরবার সারেগামাপাতে বিজেতা হয়েছিলেন ইমনের টিমের অর্কদীপ মিশ্র, ইনি আবার ইমনের গুরু ভাইও ছিলেন, এমনকি অর্কদীপ বিজেতা হওয়ার পরে এমনও অভিযোগ উঠেছিল যে ইমন টাকা খেয়ে এইসব টা করেছেন! ভয়ঙ্কর ট্রোল করা হয়েছিল গায়িকাকে, যদিও সমস্তটাই অস্বীকার করেছিলেন ইমন এবং বলেছিলেন যোগ্যতার বিচারেই বিজেতা হয়েছেন অর্কদীপ, তবু সেই বিতর্ক থেমে থাকেনি। এইবার আবার ইমনকে দেখে সেই পুরনো বিতর্ক যেন আরও একবার উস্কে উঠলো।

Related Articles

Back to top button