সিরিয়াল

TRP তে বেঙ্গল টপারের আসন হারালো গাঁটছড়া! ঋষি পিহুর কেমিস্ট্রিকেই এইবার পছন্দ করছেন দর্শক! অবিশ্বাস্য ফলাফল মন ফাগুনের

কোন ধারাবাহিক সেরার তকমা ছিনিয়ে নিলো এই নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রতি সপ্তাহে। একসময় বঙ্গ সেরার আসন দখল করেছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই, অপ্রতিরোধ্য এই ধারাবাহিককে হটিয়ে তারপর বেঙ্গল টপার হয়েছিল গাঁটছড়া, ধুলোকণার মতো ধারাবাহিক। সম্প্রতি এই সমস্ত ধারাবাহিককে বেঙ্গল টপারের আসন থেকে সরিয়ে বঙ্গসেরার জায়গা পুনরায় অধিকার করে নিয়েছে মিঠাই। আর টিআরপি তালিকায় অবিশ্বাস্য রেটিং করেছে স্টার জলসার ‘মন ফাগুন’।

আরও পড়ুন: কুৎসিত গালিগালাজ ভরা ভিডিও করে কত টাকা ইনকাম করেন রোদ্দুর রায়? শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনার!

বেশ কয়েক সপ্তাহ ধরে দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছিল ‘মিঠাই’ এইবার সে আবার তার পুরনো গৌরব ফিরে পেয়েছে। প্রথম হয়েছে ‘মিঠাই’ধারাবাহিক। টিআরপি রেটিংয়ে এই ধারাবাহিক পেয়েছে ৮.৩। গত সপ্তাহে মিঠাই ৮.২ পেয়েছিলো, হয়েছিল দ্বিতীয়। সম্প্রতি বেঙ্গল টপারের আসন হাতছাড়া হয়েছে ‘গাঁটছাড়া’ ধারাবাহিকের। টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিক পেয়েছে ৭.৭, যা গত সপ্তাহের থেকে অবিশ্বাস্য মূলক কম। গত সপ্তাহে ৮.৪ পেয়ে ‘গাঁটছড়া’ হয়েছিল প্রথম।

সবথেকে চমকপ্রদক টিআরপি হচ্ছে স্টার জলসার মন ফাগুনের। বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় এই ধারাবাহিক পিছিয়ে পড়েছিল। ঋষি রাজ আর পিহুর ভক্তদের মন খারাপ হয়ে গিয়েছিলো। সম্প্রতি এই ধারাবাহিক ৭.৬ পেয়ে টি আর পি তালিকায় তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে। অন্যদিকে লালন ফুলঝুরির ‘ধুলোকণা’ ৭.৪ পেয়ে টিআরপি তালিকার চতুর্থ নম্বর স্থানে রয়েছে। এই একই নাম্বার রেটিং পেয়েও যুগ্মভাবে টিআরপি তালিকায় চতুর্থ স্থান দখল করে নিয়েছে আলতা ফড়িং। ৭.২ টিআরপি পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘গৌরী এলো’।

আরও পড়ুন: ফুটপাত থেকে তুলে এনে দিয়েছিলেন সন্তানের স্বীকৃতি, মিঠুনের মেয়ের রূপে মুগ্ধ গোটা বলিউড, মিঠুনের কুড়িয়ে পাওয়া কন্যা দিশানি খুব শীঘ্রই বলিউডে পা দিতে চলেছে!

‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ রয়েছে ৬ নম্বর স্থানে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। ৫.৯ রেটিং পেয়ে যুগ্ম ভাবে সপ্তম স্থানে রয়েছে ‘এই পথ যদি না শেষ’ হয় এবং ‘অনুরাগের ছোঁয়া’। সাম্প্রতিককালে ধারাবাহিক ‘বৌমা এক ঘর’ পেয়েছে ৩.৮। তাহলে এই সপ্তাহের টিআরপি রেটিংয়ে দেখতে পাওয়া গেলো গত সপ্তাহে বেঙ্গল টপার ধারাবাহিক তার আসন হারিয়েছে আর দীর্ঘদিন পর নিজের হৃতগৌরব ফিরে পেয়েছে এককালের বঙ্গ টপার ধারাবাহিক মিঠাই, অন্যদিকে অবিশ্বাস্য ফল করেছে ‘মন ফাগুন’।

তবে এই টিআরপি ফল এক সপ্তাহের জন্য ই, আগামী সপ্তাহে খেলা আবার ঘুরে যেতে পারে। হয়তো টিআরপি তালিকায় সব থেকে নীচে থাকা ধারাবাহিক ই হয়ে উঠবে বেঙ্গল টপার! দর্শকদের পছন্দ বদলাচ্ছে, বদলাচ্ছে গল্প আর সেই অনুযায়ী বদল হচ্ছে টিআরপির‌ও।

Related Articles

Back to top button