বাদাম কাকু করলেন দ্বিতীয়বার বিয়ে! ইস্মার্ট জোড়ি’র মঞ্চ থেকে সিঁদুর দান ও মালাবদলের সেইসব ছবি তুলে ধরা হলো

‘ইস্মার্ট জোড়ি’ নামের একটি নতুন স্টার জলসায় শুরু হওয়া রিয়েলিটি শো তে সঞ্চালনার দায়িত্বভার পেয়েছেন টলি অভিনেতা জিৎ। শো তে সঞ্চালনায় টিআরপি এর দিক দিয়ে বেশ ছক্কা হাঁকাছে এই শো টি। দর্শকের কাছে মাত্র কয়েকদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এবার সেই মঞ্চে সস্ত্রীক হাজির হলেন সেই বিখ্যাত ‘বাদাম কাকু। ‘
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়াতে আনফলো করে দিয়েছেন পরিচালক রাজা মৌলিকে, গুজব নিয়ে এবার মুখ খুললেন আলিয়া ভাট
বাদাম কাকুর নাম শুনেই নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে একুশ সালের শেষ থেকে সেই জনপ্রিয় গানের স্রষ্টা ভুবন বাদ্যকর, তাঁর গাওয়া গান, “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম”, এই গানই তো তোলপাড় ফেলে দিয়েছিল সারা সোশ্যাল মিডিয়া। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি ভুবন বাদ্যকর অর্থাৎ বাদাম কাকুকে। একের পর এক সুযোগ এসেছে এমনকি সম্প্রতি একটি গানের রেকর্ড তিনি মুম্বই থেকে পর্যন্ত ঘুরে এসেছেন। এবার সেই বাদাম কাকু স্ত্রীকে নিয়ে জিৎ এর সাথে হাজির ইস্মার্ট জোড়ি’র মঞ্চে ।
এই রিয়েলিটি শোতে বাদাম কাকু যা করলেন তা দেখে তো চক্ষু চড়কগাছ দর্শকদের। ইস্মার্ট জোড়ি’র মঞ্চে ভুবন বাবু ও তার স্ত্রীয়ের পুনরায় বিয়ে দিলেন জিৎ। চ্যানেল কর্তৃপক্ষের সামনে এসেছে এমনই একটি তোলপাড় করা ভিডিওর প্রোমো। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে জিৎ বাদাম কাকুর কাছে জানতে চায়, তাদের বিয়ের কোনো ফটো আছে নাকি সেই প্রশ্নের উত্তরে ভুবন কাকু না বলেন , এমনকি বিয়েতে কি কি খাওয়ানো হয়েছিল , তার উত্তরে ও চুপ করে থাকেন।
তারপরেই আসে আসল চমক। জিৎ বলেন তিরিশ বছর আগে যা হয়নি সেই বিয়ের সেলিব্রেশন তিনি করবেন ওই মঞ্চে। একেবারে ধুতি পাঞ্জাবি বরের বেশে এমনকি বাদাম কাকুর স্ত্রীকে কনের বেশে মঞ্চে এনে হাজির করা হয়। তারপর মালা বদল থেকে শুরু করে, খই পোড়ানো, শেষে সিঁদুর দানের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান শেষ হয়। বাদাম কাকুর এইভাবেই দ্বিতীয়বার বিয়ের সাক্ষী হয়ে রইলেন সারা রাজ্যের মানুষজন।
এই আকর্ষণীয় এপিসোডটি আগামী শনিবার টিভির পর্দায় দেখানো হতে চলেছে। তাই সম্পূর্ণ শোটি দেখতে হলে দেখতে ভুলবেন না কিন্তু। সাথে থাকছে জিতু-নবনীতা’, ‘সোনালী-রজত’, ‘রাজা-মধুবনী , এদের মত সুপারহিট সব জুটিদের প্রেম কাহিনী।