সিরিয়াল

‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকের নির্মাতার বিরুদ্ধে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করার অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায়! ছোট্ট বোধিসত্ত্ব নিজে চপ পেঁয়াজি যা খাচ্ছে সবটাই দিচ্ছে গোপালকে! এসব দেখেই ক্ষুব্ধ দর্শক

সম্প্রতি স্টার জলসা এবং জি বাংলা এই দুটি চ্যানেল নিজেদের ধারাবাহিকের লিস্টে জুড়েছে বেশ কটি নাম। তার মধ্যে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। নতুন সম্প্রচারিত হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম এই ধারাবাহিকটি। তবে অন্য আর পাঁচটা ধারাবাহিকের মত নয় এই ধারাবাহিক। মূলত ছোটদেরকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে এই ধারাবাহিককে এমনটাই জানা গিয়েছিল নির্মাতাদের কাছ থেকে। এমনকি এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন একজন ক্ষুদে শিশুশিল্পীও।

ধারাবাহিক শুরু হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি দর্শকের মন জয় করে নেয় এই ধারাবাহিক। তবে এবার হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করার মত বড় ধরনের অভিযোগ উঠল এই ধারাবাহিক নির্মাতাদের ওপর। কারণ সম্প্রতি সম্প্রচারিত হওয়া ধারাবাহিকে দেখানো হচ্ছে যে গোপাল ঠাকুরকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখছেন এই ধারাবাহিকের মুখ্য চরিত্র। তাই সে নিজে যা খাচ্ছে সে সবটাই সে গোপালকে দিয়ে তারপর খাচ্ছে। এত পর্যন্ত দর্শকদের কোথাও কোনো অসুবিধা ছিল না।

কিন্তু দেখানো হয় যে গোপালকে পেঁয়াজি দেওয়া হচ্ছে। আর হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী গোপালকে কোনো প্রকার আমিষ খাবার বা পেঁয়াজি জাতীয় জিনিস দেওয়া যায় না। এতেই সোশ্যাল মিডিয়ার একাংশের মনে হয়েছে যে নির্মাতারা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করছেন। তাদের কারো কারোর দাবি অন্য খাওয়ার দেখানো যেতেই পারতো। আবার কেউ বলেছেন গল্পটি কি একটু অন্যভাবে ঘুরিয়ে লেখা যেতেই পারে। মোটকথা এই দৃশ্য যে দর্শক একেবারেই পছন্দ করছেন না তা খুব ভালো মতো বুঝিয়ে দেওয়া হয়েছে নির্মাতাদের।

Related Articles

Back to top button