‘ক্যানিংয়ের মিনু তো আমার দুর্গা সিজন ২’! পরিচারিকা থেকে এবার জননেত্রী হবে মিনু, ভিডিও প্রকাশ হতেই দাবি নেটিজেনদের

কিছুদিন আগে কালার্স বাংলায় একটি নতুন ধারাবাহিকের প্রোমো প্রচারিত হয়। ধারাবাহিকের নাম ‘ক্যানিংয়ের মিনু’। সেই প্রোমো তে দেখানো হয় যে ঐক্যবদ্ধ লড়াইয়ের গল্প, সমাজের ধারা বদলের গল্প দেখানো হবে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকবেন জীবন সাথী ধারাবাহিকের প্রিয়ম অর্থাৎ দিয়া বসু। ধারাবাহিকে দেখানো হয়, মিনু ঘরে বসে সকলের সমস্যার সমাধান করছে। এরকম সময় দেখানো হয় যে, এক সদ্য বিবাহিত নব দম্পতি এসে জানায় যে, তারা বিয়ে করেছে কিন্তু তার স্ত্রী অন্য জাতের বলে তার বাবা গুন্ডা পাঠিয়েছে তাদের মেরে ফেলার জন্য। এইবার মিনু তার বন্ধুবান্ধবদের ডেকে ঐক্যবদ্ধ হয়ে ছুটে যায় আর সেই গুন্ডাদেরকে হারিয়ে দেয়। তারপর মিনু বলে, অন্যায়ের প্রতিবাদ হোক বা সমাজের ধারা বদল একজোট হলে সব সম্ভব। সম্প্রতি এই ধারাবাহিকের নতুন একটি প্রোমো বেরিয়েছে।
যেখানে দেখানো হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে কাজ করে মিনু। সেখানে বাড়ির কাজ করার পাশাপাশি কার কী দরকার সব দিকে তার নজর থাকে। এমন সময় মুখ্যমন্ত্রীর নাতি বলে যে, মিনুর ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই বলে মিনুর ওই রেল স্টেশনে দুই ভিনজাতের নব দম্পতিকে বাঁচানোর ভিডিও দেখায়। সেই ভিডিও দেখে মুখ্যমন্ত্রী বলে মিনুর মনের মধ্যে যেমন সাহস আছে তেমনি মানুষের প্রতি দরদ আছে। তোমরা মিলিয়ে নিও আমার কথা এই মিনু একদিন অনেক বড় জননেত্রী হবে।
এরপর প্রোমোতে দেখা যায় মিনুর পোশাক আশাক বদলে গেছে সে মাইকের সামনে দাঁড়িয়ে আছে শাড়ি পরে। সে একজন অনেক বড় জননেত্রী হয়ে উঠেছে। এই ভিডিওটি দেখে কমেন্ট বক্সে অনেকেই বলেছেন যে, এটাতো আমার দুর্গার সিজন টু মনে হচ্ছে! প্রসঙ্গত উল্লেখ্য জি বাংলায় আমার দুর্গা বলে একটি ধারাবাহিক ছিল সেখানেও দেখানো হয়েছিল একটি মেয়ের জননেত্রী হয়ে ওঠার গল্প।
View this post on Instagram