ভালোবাসার স্বীকারোক্তি! সামনে এলো স্টার জলসার ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

জমে উঠেছে স্টার জলসার ধারাবাহিক গোধূলি আলাপ। অসমবয়সী প্রেমের গল্প পর্দা ফুটিয়ে তোলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। প্রোমো ভিডিও দেখে প্রথমে দর্শকরা সমালোচনা, কটুক্তি করলেও ধীরে ধীরে এই ধারাবাহিকের প্রতি আকর্ষণ বেড়েছে প্রত্যেকের। তাই তো টিআরপি তালিকাতে ও প্রতি সপ্তাহে বেশ ভালো ফলাফল করে অরিন্দম নোলকের জুটি।
ধারাবাহিকেও প্রতিদিন জমজমাট গল্প দিয়ে সাজানো হয়। বর্তমানে যারা ধারাবাহিকের নৃত্য দর্শক তারা প্রত্যেকেই জানেন নোলক অনেক করে চেষ্টা করছে যাতে উকিলবাবু অর্থাৎ অরিন্দম নিজের মুখের স্বীকার করে যে সে নোলককে ভালোবাসে। কিন্তু অরিন্দম হয়তো কোথাও গিয়ে লজ্জায় নোলক কে সে কথা মুখ ফুটে বলতে পারে না। তবে নোলক ভগবানের কাছে প্রার্থনা করেছে যাতে অরিন্দম নোলককে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে নেয় সকলের সামনে।
অন্যদিকে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও দেখেও দর্শকরা ভীষণ খুশি। প্রত্যেকেরই নতুন প্রমো ভিডিও দারুণ পছন্দ হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নোলক ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে অরিন্দম তাকে স্ত্রী হিসেবে মেনে নেয়। এরপর হঠাৎ রাস্তায় নোলোকের উপর আক্রমণ করে কিছু গুন্ডা এবং নোলকের মাথায় আঘাত করে তারা পালিয়ে যায়। নোলক কে উদ্ধার করে নিয়ে আসে অরিন্দম। কিন্তু এদিকে নোলক অরিন্দমের মুখ দিয়ে স্বীকার করানোর জন্য স্মৃতি হারিয়ে ফেলার অভিনয় করতে শুরু করে। যাতে অরিন্দম নিজের মুখে নিজের ভালোবাসার কথা স্বীকার করে। আর এই প্রমো ভিডিও দেখে দর্শক তো বেজায় খুশি। হাজার হাজার লাইক কমেন্টে ভরে গিয়েছে, ভিডিওটি। স্টার জলসা অফিশিয়াল facebook পেজের তরফ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।