“গণেশ পুজো করে কবে বাঙালি কাজ শুরু করতো?” পরিচালক রানা সরকারের মন্তব্য ঘিরে শুরু সমালোচনা কটাক্ষ

রানা সরকার, টলি ইন্ডাস্ট্রিতে একজন জনপ্রিয় পরিচালক তিনি। বেশ কিছু ছবি তার পরিচালনায় হিট। তার পরিচালিত ছবি গুলির মধ্যে অন্যতম হলো রঞ্জনা আমি আর আসবো না, জাতিস্মর, ব্যোমকেশ ফিরে এলো, আবার ব্যোমকেশ ইত্যাদি। তবে মাঝেমধ্যেই এই জনপ্রিয় পরিচালক জড়িয়ে পড়েন নানান তর্ক বিতর্কে। বলিউডে যেমন কঙ্গনা রানাউত কে কনট্রোভার্শিয়াল কুইন বলা হয়ে থাকে তেমনই বাংলায় কনট্রোভার্সি তৈরি করতে রানা সরকার দক্ষ।
সম্প্রতি আবারও একটি বিতর্ক সৃষ্টি করেছেন পরিচালক। আমারা প্রত্যেকেই জানি খুব শীঘ্রই শুরু হচ্ছে, স্টার জলসার পর্দায় অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’। প্রতিবারের মতো এবারও বিচারকের আসনে থাকছেন দেব। অভিনয়ের পাশাপাশি দেব যে ভালো নাচ করতে জানেন তা আমরা প্রত্যেকেই জানি। তাই বিচারকের আসনে দেব থাকছেন। এছাড়াও পাশাপাশি থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা, অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। সঞ্চালকের দায়িত্বে দেখতে পাচ্ছি, রোহন ভট্টাচার্যকে। যাদের আমরা স্টার জলসার পর্দায় বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি।
রিয়েলিটি শো শুরুর আগে স্টার জলসার পক্ষ থেকে একটি গ্র্যান্ড প্রমো ভিডিও আপলোড করা হয়েছিল। যা দর্শকেরা প্রত্যেকেই দেখেছেন। প্রমো ভিডিওতে দেখা গিয়েছে সিদ্ধিদাতা গণেশের পূজার মাধ্যমে শুভ সূচনা করা হয়েছে রিয়েলিটি শোয়ের। আমরা প্রত্যেকেই জানি সব পুজোর আগে আমরা সিদ্ধিদাতা গণেশকে পূজা করি। পহেলা বৈশাখেও লক্ষী গণেশের পূজার মাধ্যমে শুরু হয় আমাদের নতুন বছর। তাই নতুন শো শুরুর আগে স্টার জলসা কর্তৃপক্ষরা সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়েই নিজেদের রিয়ালিটি ভাবনা করেছিল। সেই দৃশ্য ফুটে ওঠে প্রমো ভিডিও তে। আর এই নিয়েই আপত্তি তোলেন পরিচালক রানা সরকার।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর মাধ্যমে সেই প্রমো ভিডিওর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন “আমরা তো জানতাম বাঙালির ঠাকুর মা দূর্গা , মা কালী, রাধা-কৃষ্ণ বা মহাদেব ভোলা মহেশ্বর…গণেশ পুজো করে কবে থেকে বাঙালি কাজ শুরু করতো ? বাঙালি কি নিজের পরিচয় পালটে ফেললো ? এই মুম্বাইয়া সংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে কারা ?”
আর রানা সরকারের এই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক। একাধিক নেটিজেনরা তাকে নিয়ে সমালোচনা এবং কটাক্ষ করে। কমেন্ট বক্সে রানা সরকারকে ধুয়ে দেয়। সকলেই বলেন ‘আপনি হয়তো জানেন না গণেশ পূজো না করে কোন পূজোর সূচনা হয় না। না জানলে জেনে নিন’। আবার অন্য একজন বলেন ‘ঠাকুরের আবার জাতপাত হয় নাকি?, কোন ঠাকুর বাঙালির কোন ঠাকুর অবাঙালি সেটা কি এখন আপনার কাছ থেকে শিখতে হবে?’ আরও নানান ধরনের কমেন্ট করা হয়। তার কমেন্ট বক্সে মোট কথা রানা সরকারের এই কথা কেউই সমর্থন করেননি।