সিরিয়াল

শ্রীদেবী কন্যা জাহ্নবীর পরে দাদার মঞ্চে এইবার বলিউডের সিংহম! অজয়ের সাথে দাদার মঞ্চে আসবেন কাজল‌‌ও! কবে হবে এই এপিসোড?

জি বাংলার দাদাগিরি রিয়েলিটি শো‌ টি দর্শকদের অত্যন্ত পছন্দের। এই শোয়ের বিভিন্ন খেলার রাউন্ড ও সর্বোপরি সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনা গুণে এই শো রীতিমতো আকর্ষণীয় হয়ে গিয়েছে। বর্তমানে দাদাগিরির ৯ নং সিজন চলছে, বিগত সিজন গুলোর থেকে এই শোয়ের চমক আরো বেশি‌ তার কারণ এই সিজনে তারকাদের ভিড় বেশি। কখনো এই শো তে আসেন মিউজিকাল জুটি জয় সরকার, লোপামুদ্রা মিত্র, কখনো বা আসেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ দেব, কখনো আবার শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর আসেন! এইসব তারকাদের নিয়ে খেলায় মেতে ওঠেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

আরও পড়ুন: শ্রীদেবীর মতোই গ্ল্যামার শ্রীদেবী-কন্যা জাহ্নবীর! নায়িকার আনমনা লুকের ভিডিও ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায়

ধারাবাহিকের কিচেন পলিটিক্স দেখতে দেখতে বিরক্ত দর্শক এই সমস্ত রিয়েলিটি শো দারুন উপভোগ করেন আর এই শো তে যদি তারকার ভিড় করেন তাহলে তো আর কথাই নেই! তারপর এপিসোডের মাঝেমধ্যে কথা প্রসঙ্গে দাদার জীবনের অনেক অজানা কাহিনী ও প্রকাশ পেয়ে যায়। তবে সম্প্রতি দর্শকদের জন্য একটি মন খারাপের খবর আছে, দর্শকদের মন পসন্দ রিয়েলিটি শো ‘দাদাগিরি’ খুব শীঘ্রই শেষ হতে চলেছে।

বেশ কিছুদিন আগে দাদা নিজের সোশ্যাল মিডিয়াতেও দাদাগিরি আনলিমিটেড সিজন নাইন শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে তখন দিনটা জানা যায়নি। এইবার সেই দিনটাও জানা গেলো। আগামী ২০শে মে দাদাগিরির ফাইনাল এপিসোডের শুটিং শেষ হবে বলে শোনা যাচ্ছে। তবে এই ফাইনাল এপিসোডটি টিভির পর্দায় কবে দেখানো হবে তা এখনো জানা যায়নি। তবে দাদাগিরির শেষ পর্বে দর্শকদের জন্য বড়োসড়ো চমক অপেক্ষা করছে। এবার বলিউডের সিংহম আসবেন দাদার মঞ্চে।

আরও পড়ুন: অজয়,অক্ষয়ের মত নন সুনীল! তামাক ছোঁননি বলেই‌ ৬০ বছর বয়সে এসেও গ্ল্যামার ঠিকরে পড়ছে!

এমনি রোজকার নিত্যদিনে প্রতিটি জেলা থেকে প্রতিনিধিরা আসেন, তারা দাদার মঞ্চে খেলেন এবং জেতেন। গ্র্যান্ড ফিনালে এই সমস্ত বিজেতা প্রতিনিধিদেরকে নিয়ে আসা হয় এবং তাদের নিয়ে পুনরায় খেলা হয়, তারপর গ্র্যান্ড ফিনালেতে একজন জেতেন। এইবার দাদাগীরির মঞ্চে গ্র্যান্ড ফিনালের দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলিউডের অজয় দেবগন ও অজয় পত্নী কাজল। বিশেষ সূত্রের খবর কলকাতা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও দার্জিলিং- এই ছয় জেলার প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করবেন গ্র্যান্ড ফিনালের রাউন্ডে। প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডের সিংহম দাদার মঞ্চে এসে কী খেল দেখান তার জন্য উৎসুক হয়ে বসে আছেন দর্শক।

Related Articles

Back to top button